অমর্ত্য সেনের পর অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসাবে নোবেল জয়। মঙ্গলবার স্টকহল্মের কনসার্ট হলে আনুষ্ঠানিক ভাবে সেই নোবেল পুরস্কার নিতে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো। সঙ্গে রয়েছেন সহযোগী গবেষক মাইকেল ক্রেমারও। বন্দ্যোপাধ্যায় দম্পতি যে অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন তা ঘোষণা হয়েছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। প্রায় দু’মাস পর আজ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে নোবেল পুরস্কার নেবেন তাঁরা।
পুরস্কার নিতে কয়েক দিন আগেই সস্ত্রীক স্টকহল্মে পৌঁছে যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর পাঁচ বছরের দুই সন্তানও। সন্তানের গৌরবে উজ্জ্বল অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তিনিও উপস্থিত স্টকহল্মে। রয়েছেন অভিজিতের ভাই অনিরুদ্ধও।