তুরস্কের সুরুস শহরে বিস্ফোরণে নিহত হলেন ২৭ জন। সোমবারের এই হামলায় আহতের সংখ্যা শতাধিক।
সুরুস শহরটি তুরস্ক-সিরিয়ার সীমান্তঘেঁষা। সীমান্তের ও-পারেই কুর্দের শহর কোবানে। ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে শহরটি পুনর্দখল করেছিল কুর্দরা। তবে এখনও মাঝেমধ্যে কোবানেতে আক্রমণ চালায়। এ দিনের বিস্ফোরণের পিছনেও আইএস-এর হাত থাকতে পারে বলে সন্দেহ তুরস্কের প্রশাসনের। এটি আত্মঘাতী বিস্ফোরণ বলেও প্রশাসনের সন্দেহ।
বিস্ফোরণটি হয় সুরুসের এক সাংস্কৃতিক কেন্দ্রে। এখানে ‘ফেডারেশন অব সোশ্যালিস্ট ইয়ুথ অ্যাসোসিয়েশন’-এর কয়েকশো তরুণ-তরুণী বসবাস করছিলেন। এর মধ্যে বেশ কয়েক জন কোবানে ছেড়ে আসা শরণার্থী। এখান থেকে তাঁরা কোবানের পুনর্গঠনের কাজে অংশ নিতেন। এ দিন দুপুরের খাওয়ার সময়ে বিস্ফোরণটি ঘটে।