কম্বোডিয়ায় বসে বিশ্ব জুড়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন তাঁরা। সে রকমই সাইবার অপরাধীদের ১৩৮টি ডেরায় অভিযান চালিয়ে ৩০০০ জনকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। ১৫ দিন ধরে তল্লাশি অভিযান চলছিল। এই সময়ের মধ্যে মোট ১৯ দেশের নাগরিকদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই সাইবার প্রতারণার কোনও না কোনও কাজের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
এনডিটিভির-র প্রতিবেদন অনুযায়ী, ধৃতদের মধ্যে রয়েছে সবচেয়ে রয়েছেন চিনের নাগরিক। ১০২৮ জন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভিয়েতনামের ৬৯৩ জন, ইন্দোনেশিয়ার ৩৬৬, ভারতের ১০৫, বাংলাদেশে ১০১, তাইল্যান্ডের ৮২, কোরিয়ার ৫৭, পাকিস্তানের ৮১, নেপালের ১৩, এবং মালয়েশিয়ার চার জনকে সাইবার প্রতারণা এবং সাইবার অপরাধমূলক কাজকর্মের জন্য গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ফিলিপিন্স, লাওস, ক্যামেরুন, নাইজেরিয়া, উগান্ডা, সিয়েরা লিওন, মঙ্গোলিয়া, রাশিয়া এবং মায়ানমারের কয়েক জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, ধৃতদের ডেরা থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, মাদক, ভারত এবং চিনের পুলিশের উর্দি, মাদক তৈরির যন্ত্রপাতি, অস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রের খবর, গত মাসেই কম্বোডিয়া সরকারের সঙ্গে ভারত সরকারের সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ধৃত ভারতীয়দের ফেরানোর কথাও চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কম্বোডিয়ায় বসে বিশ্ব জুড়ে সাইবার প্রতারণার চক্র চালানো হত। প্রতারণার পুরো বিষয়টি এই সব ডেরা থেকেই নিয়ন্ত্রণ করা হত।