সূর্যদেবের মন্দিরের জন্য বিখ্যাত মিশরের লাক্সরে উদ্ধার হয়েছে দু-দুটি সারকোফ্যাগাস বা পাথরের কফিন। তারই একটি খুলতে খোঁজ মিলল মমির। আল আসাসিফ সমাধিক্ষেত্রে একটি প্রাচীন কবর খুঁড়ে কফিন দুটি উদ্ধার হয়। শুধু মমিই নয় অপর একটি কবর থেকে পাওয়া গেছে কাঠ, টিন ও মাটির তৈরি এক হাজার ছোট মূর্তি ও পাঁচটি রঙিন মুখোশ।
ভ্যালি অফ কুইন্স এবং ভ্যালি অফ কিংস-এর মাঝে অবস্থিত তিন হাজার বছরেরও বেশি পুরনো ওই সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজা ও রানিদের সমাধিস্থ করা হত লাক্সরের এই উপত্যকায়। রাজা-রানিদের সমাধিক্ষেত্রের মধ্যবর্তী অঞ্চলে সমাহিত করা হত রাজ্যের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের।
মিশরের মিনিস্ট্রি অফ অ্যান্টিকুইটিজ-এর মতে উদ্ধার হওয়া সারকোফ্যাগাস দুটি মিশরের সপ্তদশ ও অষ্টাদশ রাজপরিবারের শাসনকালের। অর্থাৎ ত্রয়োদশ খ্রিষ্টপূর্বের। দ্বিতীয় রামেসিস ও তুতেনখামেন এই সময়কারই ফ্যারাও ছিলেন।