বারো বছর ‘নিখোঁজ’ ২৬/১১-র মূল চক্রী সাজিদ মিরকে ধরতে ৫০ লক্ষ ডলার পুরস্কার মূল্যের ঘোষণা করল আমেরিকা। সে দেশের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা সাজিদ ওরফে ‘আঙ্কল বিল’ পাকিস্তানেই গা-ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর। শুধু মুম্বই হামলা নয়, আমেরিকা, আস্ট্রেলিয়া, ফ্রান্স, ডেনমার্ক এবং ব্রিটেনে একাধিক হামলার পিছনেও সাজিদ জড়িত বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন। অথচ, এমন এক ধুরন্ধর জঙ্গি সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। সেই তথ্য পেতে এবং তাকে ধরতেই এ বার পুরস্কার কথা ঘোষণা করল আমেরিকার ‘রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রাম’।
কে এই সাজিদ মির? কেন তাঁর সম্পর্কে বিশেষ তথ্য গোয়েন্দাদের হাতে নেই?
গত অক্টোবরে জিহাদ ওয়াচ এক রিপোর্টে লিখেছিল, ‘একটি মাত্র মুখের ছবি ছাড়া কোনও দেশের কোনও গোয়েন্দা সংস্থার কাছে সাজিদ সম্পর্কে বিশেষ তথ্য নেই’। ওই রিপোর্টে আরও লেখা হয়, ‘সত্যি বলতে সাজিদ সম্পর্কে খুব বেশি কিছু জানাও যায় না। ওর ছেলেবেলা কোথায় কী ভাবে কেটেছে, তা নিয়েও ধোঁয়াশা। কিছু সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে মাত্র ১৬ বছর বয়সে সাজিদ লস্কর-ই-তইবার সদস্য হয় এবং দ্রুত উপরে উঠতে থাকে। কিন্তু অন্য সূত্র বলছে, সাজিদ আসলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর অফিসার। যে লস্করের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। আমেরিকার ল’ এনফোর্সমেন্ট বিভাগের এক কর্তার কথায়, ‘‘সাজিদ খুবই শক্তিশালী। জাল এত দূর বিস্তৃত যে ওর নাগাল পাওয়া খুব কঠিন। আমরা চাই পাকিস্তানিরাও তালিব এবং আল কায়দা জঙ্গিদের ধরতে সচেষ্ট হোন।’’