Advertisement
E-Paper

ফের গণহত্যা ইরাকে, তিন দিনে নিহত ৫০০

শহরের যত্রতত্র ছড়িয়ে লাশ। কিছু দেহ আধপোড়া, ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। কারও থেঁতেলে গিয়েছে মাথা। ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে সম্প্রতি এমনটাই ছবি নজরে এসেছে। দিন তিনেক আগেই শহরের দখল নেয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী। অভিযোগ, তার পরেই শুরু হয়েছে গণহত্যা। ওই প্রদেশের প্রশাসনিক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের হাতে এরই মধ্যে সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:৫৪

শহরের যত্রতত্র ছড়িয়ে লাশ। কিছু দেহ আধপোড়া, ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। কারও থেঁতেলে গিয়েছে মাথা। ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে সম্প্রতি এমনটাই ছবি নজরে এসেছে। দিন তিনেক আগেই শহরের দখল নেয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী। অভিযোগ, তার পরেই শুরু হয়েছে গণহত্যা। ওই প্রদেশের প্রশাসনিক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের হাতে এরই মধ্যে সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন। প্রাণ বাঁচাতে শহর-ছাড়া প্রায় ৮ হাজার। নিখোঁজ বহু।

আইএসের পোস্ট করা ভিডিওতেও মিলেছে ধ্বংসের প্রমাণ। প্রশাসনের আশঙ্কা, আরও বাড়তে পারে ক্ষয়ক্ষতি। প্রশাসনিক মুখপাত্র মুহানদ হেইমুরের কথায়, ‘‘আমরা এখনও নিহতের প্রকৃত সংখ্যা জানতে পারিনি। সেনা এবং সাধারণ নাগরিক মিলিয়ে প্রায় ৫০০ জন জঙ্গিহানায় নিহত হয়েছেন। শহরছাড়া হাজার আটেক মানুষ।’’ তবে রামাদিকে জঙ্গিদের কবল থেকে মুক্ত করতে ইরাকের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জাতীয় সেনাকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। আনবার প্রদেশের ছাউনি থেকে কোনও পরিস্থিতিতেই যেন সেনাবাহিনী প্রত্যাহার করা না হয়, সেই নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই গণহত্যার পরে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। প্রশাসনের আর্জি, ‘‘আনবার প্রদেশের বাসিন্দাদের কাছে অনুরোধ, সন্ত্রাসের ভয়ে এখনই এলাকা ছাড়বেন না। খুব শিগগিরই আরও বাহিনী সেখানে পৌঁছে যাবে।’’

iraq massacre iraq islamic state massacre islamic state massacre ramadi fell 500 killed 500 iraqi killed macabre mass killing iraq mass killing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy