মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭৭০ জন বিদেশিকে আটক করল সে দেশের অভিবাসন দফতর। তাঁদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে মালয়েশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘বারনামা’-কে উদ্ধৃত করে বলা হয়েছে, মঙ্গলবার রাতে কুয়ালা লামপুরের বুকিত বিনতাং এলাকার একটি বহুতল ভবনে জুয়ার আসর বসেছিল। হঠাৎই সেখানে হানা দেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। আকস্মিক অভিযানে অপ্রস্তুত হয়ে পড়েন সেখানে থাকা সকলেই। কয়েক জন ওই বাড়়ির ছাদে উঠে পড়েন। কেউ পালানোর চেষ্টা করেন। তবে শেষমেশ প্রত্যেককেই আটক করা হয়। দেখা যায় তাঁরা সকলেই অন্য দেশের বাসিন্দা। এবং প্রত্যেকেই অবৈধ ভাবে মালয়েশিয়ায় থাকছিলেন।
মালয়েশিয়ার অভিবাসন দফতরের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানান, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বহু অপরিচিত মানুষ জড়ো হচ্ছেন— এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়েরা। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চালানো হয়। নথিপত্র যাচাইয়ের পর ধরা পড়ে, সেখানে উপস্থিত ২,৪৪৫ জনের মধ্যে ১৬০০ জন বিদেশি। নথি যাচাই পর্ব শেষ হওয়ার পর ৭৭০ জনকে আটক করা হয়।
প্রথম আলো-র প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশ, ২৩৫ জন মায়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারতের নাগরিক। তাঁদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের কাছে মালয়েশিয়ায় থাকার জন্য বৈধ কোনও নথি পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে ওই প্রতিবেদনে।