Advertisement
০৭ মে ২০২৪

করাচির রাস্তায় খুন চিকিৎসক

পাকিস্তানের বন্দর শহর করাচিতে এক সংখ্যালঘু চিকিৎসককে তাঁর ক্লিনিকের সামনেই গুলি করে মারল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের ঘটনা।

সংবাদ সংস্থা
করাচি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:০২
Share: Save:

পাকিস্তানের বন্দর শহর করাচিতে এক সংখ্যালঘু চিকিৎসককে তাঁর ক্লিনিকের সামনেই গুলি করে মারল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের ঘটনা।

নিহতের নাম প্রীতম লাখওয়ানি। পুলিশ সূত্রের খবর, বছর পঞ্চান্নের এই চিকিৎসক করাচির গার্ডেন ইস্টের বাসিন্দা। পাক কলোনির বারা রোড এলাকার নিজস্ব ক্লিনিক থেকে বৃহস্পতিবার রাতে তিনি তখন চেম্বার সেরে বাড়িতে ফিরছিলেন। লোডশেডিংয়ের জেরে রাস্তায় আলো ছিল না। আর তারই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায়। গুরুতর আহত চিকিৎসককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

প্রাথমিক ভাবে ধর্মীয় কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। পুলিশ যদিও ঘটনার দু’দিন পরেও মুখ খোলেনি। গত সপ্তাহে করাচিরই সরকারি হাসপাতালে আইসিইউ-তে রহস্যজনক ভাবে মৃত্যু হয় অনিল কুমার নামে এক চিকিৎসকের। তিনিও হিন্দু। সেই রহস্যের
কিনারা হওয়ার আগেই ফের সংখ্যালঘু খুনে তাই কট্টরপন্থীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karachi shot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE