২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর হাতে আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। মঞ্চ থেকে ১১৯ মিটার দূরের একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে নিশানা করে একাধিক গুলি ছোড়ে ২০ বছরের তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস। গুলি কান ঘেঁষে বেরিয়ে যায়। বিষয়টিকে স্মরণীয় করে রাখতে এ বার ওভাল অফিসে ঠিক সেই মুহূর্তের মূর্তি বসানো হল। শুক্রবারই দেখা গিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের রেজ়োলিউট ডেস্কের ঠিক পাশে দণ্ডায়মান তাঁর সেই মূর্তি, যাতে আকাশের দিকে হাত তুলে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।
আততায়ীর হামলার ঠিক পরেই ‘লড়াই, লড়াই, লড়াই চাই’ বলে শূন্যে হাত তুলে দর্শকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ট্রাম্প। ভাস্কর সদ্য স্থাপিত এই মূর্তিতে ঠিক সেই মুহূর্তটিই নিখুঁত ভাবে তুলে ধরেছেন। সঙ্গে রয়েছে তিন জন সিক্রেট সার্ভিস এজেন্টের মূর্তিও, যাঁরা ট্রাম্পকে তখন মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছিলেন। সমাজমাধ্যমে হোয়াইট হাউসের
তরফে পোস্ট করা হয়েছে মূর্তিটির ছবি, তার বিবরণে লেখা— ‘লড়াই, লড়াই, লড়াই চাই।’
পেনসিলভেনিয়ার ঘটনা নিয়ে ওভাল অফিসে শুধু এই মূর্তিটিই যে রয়েছে তা নয়। রয়েছে
ট্রাম্পের একটি আত্মপ্রতিকৃতিও। সেই ছবিতে ট্রাম্পের কান রক্তাক্ত, মুখের উপর রক্তের ছিটে। তবে তাঁর হাত শূন্যে মুষ্টিবদ্ধ। পিছনে জ্বলজ্বল করছে আমেরিকার পতাকা।
হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের গ্র্যান্ড ফয়ারে টাঙানো রয়েছে এই ছবি। তাৎপর্যপূর্ণ ভাবে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিকৃতি সরিয়ে আনা হয়েছে স্টেট ফ্লোরের এনট্রান্স হলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)