Advertisement
০২ মে ২০২৪

প্রয়াত আন্দ্রে ওয়াইদা

তাঁর পরিচালিত ছবিতে উঠে এসেছিল কমিউনিস্ট শাসিত পোলান্ডে গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠার শৈল্পিক আর্তি। তিনি হয়ে উঠেছিলেন লক্ষ লক্ষ পোলান্ডবাসীর সাহস ও আশার প্রতীক।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০১:১২
Share: Save:

তাঁর পরিচালিত ছবিতে উঠে এসেছিল কমিউনিস্ট শাসিত পোলান্ডে গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠার শৈল্পিক আর্তি। তিনি হয়ে উঠেছিলেন লক্ষ লক্ষ পোলান্ডবাসীর সাহস ও আশার প্রতীক। মারা গেলেন পোল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই প্রবীণ পরিচালক আন্দ্রে ওয়াইদা। বয়স হয়েছিল ৯০ বছর। রবিবার রাতে হাসপাতালে মারা যান তিনি। ওয়াইদার প্রথম ছবি ‘জেনারেশন’ (১৯৫৫)। এর পর ‘কানাল’(১৯৫৭)। ওই বছরেই মুক্তি পায় ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ড’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের অত্যাচার কী ভাবে সহ্য করেছিল তাঁর প্রজন্ম, সেটাই ছিল ওই ছবির মূল বিষয়। ২০০০ সালে লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি সাম্মানিক অস্কারে ভূষিত হন। গত মাসেই একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ওয়াইদার নতুন ছবি ‘আফটারইমেজ’। অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ছবিটিকে নির্বাচন করেছে পোলান্ড অস্কার কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

andrzej wajda director
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE