ম্যাঞ্চেস্টারের সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিল লাস ভেগাস। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ম্যান্ডেলা বে ক্যাসিনোয় গানের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটল। সেখানে তখন উপস্থিত ৪০ হাজার দর্শক। এ দিনের হামলায় এখনও পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম অন্তত ৫০০ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, কতজন হামলা চালিয়েছে, সে বিষয় নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, একজন বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে।হামলাকারী ৬৪ বছরের বৃদ্ধ স্টিফেন প্যাডক।সে স্থানীয় বাসিন্দা। ক্যাসিনোয় ৩২ তলায় তাকে খতম করতে সক্ষম হয় পুলিশ।পাশাপাশি, তার এক মহিলা সঙ্গী ছিল বলে পুলিশের একপক্ষের মত। তার খোঁজ চলছে। এ দিনের এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
হামলার মুহূর্ত
হামলার পরই ক্যাসিনোয় আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া রাস্তা। একাধিক উড়ানও ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এই হামলার সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখছে লাস ভেগাস মেট্রো পুলিশ।
বেঁচে আছে তো! উদ্বেগে সঙ্গীরা। ছবি— এএফপি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, এক সঙ্গীতশিল্পী গান করছিলেন। সেই সময় হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে গান থেমে যায়।গত ২২ মে, ম্যাঞ্চেস্টার এরিনায় কনসার্টে বন্দুকবাজের হামলায় প্রাণ হারান ২২ জন। জখম হয়েছিলেন ৫৯ জন। সেই আতঙ্কের স্মৃতিই এ দিন ফিরে এল।
আরও পড়ুন: ঘাতক ৬৪ বছরের বৃদ্ধ, সঙ্গী বৃদ্ধাকে খুঁজছে পুলিশ