তালিবান-শাসিত আফগনিস্তানে পেট ভরানোর মতো টাকাও জোগাড় করতে পারছে না অনেক পরিবার। পেট ভরাতে তাই বিক্রি করতে হচ্ছে কন্যা সন্তানদের। বিয়ের বয়েস না হওয়া সত্ত্বেও তাদের তুলে দিতে হচ্ছে ক্রেতা পুরুষের হাতে। সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে এমনই এক ভয়ঙ্কর তথ্য। মাত্র ৯ বছরের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন বাবা। পরিবারের বাকি সদস্যদের মুখে খাবার তুলে দিতে বিক্রি করতে হয়েছে শিশুকন্যাকে, সংবাদমাধ্যমে সে কথা স্বীকার করেছেন পিতা।
আফগনিস্তানের বদঘিস প্রদেশের বাসিন্দা আব্দুল মালিক গত মাসে বিক্রি করে দিয়েছেন তাঁর ৯ বছরের কন্যা পরওয়ানা মালিককে। বিক্রি করেছেন ৫৫ বছরের কোরবান নামে এক ব্যক্তির কাছে। তিনি কয়েকদিন আগেই পরিবারের বড় মেয়েকে বিক্রি করেছিলেন, এ বার অভাবের তাড়নায় বিক্রি করলেন ছোট মেয়েটিকেও।