Advertisement
E-Paper

আদালতের রায়ে ৬ বছর পর আজ দেশে ফিরছেন পাক জেলে বন্দি মুম্বইয়ের হামিদ

৬ বছর পাকিস্তানের জেলে বন্দি ছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে ভারতের হাতে ফিরিয়ে দিতে চলেছে পাকিস্তান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:১১
মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি।

মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি।

সাজা সম্পূর্ণ করার দু’দিন পর দেশে ফিরতে চলেছেন পাক জেলে বন্দি মুম্বইয়ের বাসিন্দা হামিদ নিহাল আনসারি। ৬ বছর পাকিস্তানের জেলে বন্দি ছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে ভারতের হাতে ফিরিয়ে দিতে চলেছে পাকিস্তান।

তাঁকে ফিরিয়ে আনতে ওয়াঘা সীমান্তের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর বাবা-মা। পাক জেল থেকে ওয়াঘা সীমান্তে আনবে ইসলামাবাদে ভারতের বিদেশ মন্ত্রক। সেখান থেকেই বাবা-মা তাঁকে মুম্বই ফিরিয়ে নিয়ে যাবেন।

আনসারির মুক্তিতে খুশি ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভীশ কুমার বলেন, ‘‘আনসারিকে ফিরিয়ে দেওয়া হবে বলে পাকিস্তানের তরফে একটি চিঠি পেয়েছি। তোড়জোড়ও শুরু হয়েছে। তাঁর পরিবারের কাছে এটা অত্যন্ত আনন্দের খবর।’’

আরও পড়ুন: অনলাইনে প্রেমের জের! পাক জেলে শাস্তির মেয়াদ কাটিয়েও ফিরতে পারছেন না হামিদ

বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তানের জেলে বন্দি অন্যান্য ভারতীয়দেরও মুক্তি দেওয়ার অনুরোধ বলেছেন। তিনি বলেন, ‘‘আমরা চাই পাকিস্তান সে সমস্ত বন্দিকেও দেশে ফিরিয়ে দিক, যাঁরা ভারতীয় প্রমাণ হয়ে গিয়েছে এবং যাঁদের সাজা সম্পূর্ণ হয়েছে।’’

আরও পড়ুন: ‘সব কৃষকের ঋণ মকুব না করা পর্যন্ত মোদীকে ঘুমোতে দেব না’, ফের তোপ রাহুলের

২০১২ সালের ১৫ ডিসেম্বরের ঘটনা। মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি অনলাইনে এক পাক তরুণীর প্রেমে পড়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে পাকিস্তানে চলে যান। তবে যাওয়ার পদ্ধতিতে গলদ ছিল। মুম্বই থেকে প্রথমে পৌঁছন আফগানিস্তান। তারপর বেআইনিভাবে আফগানিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েন পাকিস্তানে। তার জন্য পাকিস্তানের একটা নকল পরিচয়পত্রও বানিয়ে নিয়েছিলেন। কিন্তু নকল পরিচয়পত্রের বিষয়টি ধরা পড়তেই পাক কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে। তারপর থেকে তিন বছর পেশোয়ার সেন্ট্রাল জেলে রয়েছেন আনসারি। সম্প্রতি তাঁর মুক্তি চেয়ে পেশোয়ার হাইকোর্টে আবেদন করেন হামিদের আইনজীবী মহম্মদ আনোয়ার। তার পরই আদালতের নির্দেশে তাঁকে ভারতে ফিরিয়ে দিতে সচেষ্ট হয় পাকিস্তান।

Hamid Nehal Ansari India-Pak relation Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy