পাকিস্তান জুড়ে এ বার প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবারই তোষাখানা-২ দুর্নীতি মামলায় তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারই প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভের কথা বলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
মধ্যরাতে ইমরান একটি এক্স পোস্টে এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘‘আমি সোহেল আফ্রিদিকে (খাইবার পাখতুখাওয়ার মুখ্যমন্ত্রী) প্রতিবাদ কর্মসূচির জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছি। গোটা দেশ অধিকারের জন্য আওয়াজ তুলুক।’’ তার পরেই ইমরান জানান, পাকিস্তানের প্রকৃত স্বাধীনতার জন্য বলিদান দিতে প্রস্তুত তিনি!
ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন। জেল থেকে তিনি কী ভাবে সমাজমাধ্যমে পোস্ট করলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকের মতে, তাঁর বয়ান অন্য কেউ পোস্ট করেছেন। ইমরানের মতে, ১৭ বছরের কারাবাসের নির্দেশে তিনি অবাক হননি। তাঁর কথায়, ‘‘বিচারক কোনও প্রমাণ ছাড়াই তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নিয়েছেন।’’ এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা রয়েছে বলে জানান ইমরান।
আরও পড়ুন:
২০২৩ সালে ইমরান ক্ষমতা হারান। তার পরে দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরানের উপহার পাওয়া ঘড়ি তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন। ওই ব্যবসায়ী জানান, ২০১৯ সালে যখন ইমরানের দল পাকিস্তানে ক্ষমতায় ছিল, তখন সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন তাঁকে ওই বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখন তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দিল আদালত। তোষাখানা দুর্নীতি-২ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় দেওয়ার সময় বিচারক জানান, ইমরানের বয়সের কথা মাথায় রেখে এবং বুশরা মহিলা হওয়ায় তাঁদের সাজা ‘লঘু’ করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী, প্রত্যেককে এক কোটি পাকিস্তানি টাকা জরিমানাও করা হয়েছে।