মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেগে যেতেই ডিগবাজি খেলেন সে দেশের গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ড। শুধু পাল্টিই খেলেন না, ট্রাম্পের চেয়ে আরও এক ধাপ এগিয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন দাবি করলেন তিনি।
ইরান এই মুহূর্তে কোনও পরমাণু অস্ত্র তৈরি করছে না বলেই চলতি বছরের শুরুতে মার্কিন কংগ্রেসে দাবি করেছিলেন তুলসী। সাম্প্রতিক ইরান-ইজ়রায়েল যুদ্ধে তুলসীর সেই মন্তব্য প্রকাশ্যে চলে আসায় বিতর্ক শুরু হয়েছিল। প্রশ্ন উঠছিল, ট্রাম্প কিসের ভিত্তিতে বলছেন যে, ইরান কয়েক মাসের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। এ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তৎক্ষণাৎ তুলসীর দাবিকে অস্বীকার করেছিলেন। গুরুত্বই দেননি। এ বার তুলসীই নিজের মত বদলে ফেললেন।
সমাজমাধ্যমের পোস্টে মার্কিন গোয়েন্দা প্রধানের দাবি, এখন যা পরিস্থিতি, তাতে কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান। তাঁর কথায়, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা ঘটতে দেওয়া যাবে না। আমারও তাতে সমর্থন রয়েছে।’’
সম্প্রতি মিনিট তিনেকের একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন তুলসী। সেই ভিডিয়োয় তিনি ‘যুদ্ধবাজদের’ পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে সংঘাতে মদত না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তুলসীর সুরের সুর মিলিয়েই ট্রাম্পের ইজ়রায়েল নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন কট্টরপন্থী রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি। গাবার্ডদের এই বিরোধিতায় চটেছিলেন ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘অনুমতি না নিয়েই গাবার্ড এই ভিডিয়ো পোস্ট করেছেন। ইরানের হাতে (পরমাণু) অস্ত্র চলে আসার খুব কাছাকাছি চলে এসেছিলাম আমরা।’