আজ যখন বিশ্ব জুড়ে যুদ্ধের দামামা, প্রকৃতির প্রতিশোধ, সমাজের মধ্যে বহু বিভাজন, তখন আমাদের বারবার মনে পড়ে সেই চিরন্তন শুভ শক্তির কথা, যিনি শান্তির প্রতীক হয়েও অপরাধ ও অশুভ শক্তির বিরুদ্ধে মহাযোদ্ধা রূপে আবির্ভূত হন। তিনিই দুর্গা, যাঁর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় ‘শান্তি রূপেণ সংস্থিতা’।
ন’বছরের নিরবচ্ছিন্ন আয়োজনে ‘বেঙ্গলি কালচারাল সোসাইটি অব সাউথ সুইডেন’-এর দুর্গোৎসব আজ এক সাংস্কৃতিক মিলনমেলার রূপ পেয়েছে। এই বছর পুজোর থিম ‘শান্তি’। মা দুর্গার আদর্শ দুষ্টের দমনের মাধ্যমে প্রকৃত শান্তি ও সাম্য প্রতিষ্ঠা। গাজ়া, ইউক্রেন, সুদান কিম্বা সিরিয়া— আজ যখন গোটা বিশ্ব রাজনীতি, সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও আরও নানা ধরনের সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমরা শান্তি খুঁজছি দেবী দুর্গার উপস্থিতিতে যিনি রুদ্ররূপে অসুর দমন করেন কিন্তু অন্তরে লালন করেন ধৈর্য, করুণা ও সমবেদনা ।
আমাদের পুজোমণ্ডপে সেই ভাবনাকেই রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মা দুর্গা এখানে শুধু অসুরনাশিনী নন, বরং সংঘাতের পরে যিনি বিরাজ করেন চিরন্তনী শান্তি ও সাম্যের প্রতীক হিসেবে।
প্রতিবারের মতো এ বারও বিভিন্নসাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে উঠবে প্রতিটিসন্ধ্যা। যা বাদ থাকলে আমাদের সবঅনুষ্ঠানই অর্থহীন, তা হল ভূরিভোজ। তিন দিনের প্রতিটি বেলাতেই থাকবে মনমাতানো খাওয়া দাওয়া। থাকবে বহু কাঙ্ক্ষিত আনন্দমেলার সন্ধ্যাও।
আমাদের আশা, প্রতিটি মুহূর্ত ভরে উঠবে বড়দের নির্মল আড্ডা, ছোটদের কোলাহল, পুজোর গন্ধ আর ঢাকের বাদ্যিতে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)