আমেরিকান বিমানবন্দরের কাছাকাছি এটি অ্যান্ড টি এবং ভেরাইজন কমিউনিকেশনস্-এর ৫-জি পরিষেবা বিমানের মূল নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। এই আশঙ্কাতেই আমেরিকায় যাতায়াতকারী বিমানগুলির জন্য তাদের সময়সূচি এবং বিমান নামানোর বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাগুলি৷
৫-জি পরিষেবার জন্য খারাপ আবহাওয়ায় অবতরণের সময় ব্যবহৃত সংবেদনশীল নেভিগেশন সরঞ্জামগুলির ক্ষতি হতে পারে। এই কারণেই এ রকম সিদ্ধান্তের পথে হাঁটছে বিমান সংস্থাগুলি।
দুবাইয়ের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন জানিয়েছে যে এটি শিকাগো, নেওয়ার্ক এবং সান ফ্রান্সিসকো-সহ বেশ কয়েকটি আমেরিকার শহরে বিমান উড়ান স্থগিত রাখবে। জাপান বিমান সংস্থাগুলি এবং এএনএ হোল্ডিংস ইনকর্পোরেটেড মঙ্গলবার জানিয়েছে যে, তারা আমেরিকার নির্দিষ্ট কিছু রুটে বিমান চালানো বন্ধ করবে। তারা আমেরিকায় নিজেদের ৭৭৭ জেট বিমানের উড়ান বন্ধ রাখবে বলেও জানিয়েছে।