Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ছুঁয়ে দেখব, ৬৯ কোটি টাকা তুললেন ধনকুবের

নাইজিরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে বর্তামানে আফ্রিকার সব চেয়ে ধনী ব্যক্তি। শনিবার আইভরি উপকূলে অনুষ্ঠিত একটি সাক্ষাৎকার-অনুষ্ঠানে নিজের এমনই গল্প শোনালেন আলিকো।

নাইজিরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে।

নাইজিরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে।

সংবাদ সংস্থা
আবিজান শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০২:৩০
Share: Save:

আমার টাকা! সত্যিই আমার টাকা তো? এই ধন্দ নিয়েই একদিন ব্যাঙ্কে গিয়ে নিজের প্রায় ৬৯ কোটি ২৩ লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি চলে এসেছিলেন। শুধু এটুকু নিজেকে বিশ্বাস করানোর জন্য, ওগুলো কাগজে লেখা সংখ্যা নয় মাত্র।

নাইজিরিয়ার শিল্পপতি আলিকো ডাঙ্গোটে বর্তামানে আফ্রিকার সব চেয়ে ধনী ব্যক্তি। শনিবার আইভরি উপকূলে অনুষ্ঠিত একটি সাক্ষাৎকার-অনুষ্ঠানে নিজের এমনই গল্প শোনালেন আলিকো। সে দিন ব্যাঙ্ক থেকে তুলে আনা টাকাগুলো বারবার করে ছুঁয়ে দেখেছেন। বিশ্বাস করার চেষ্টা করেছেন, এগুলো তাঁরই। পরের দিন ভোর হতেই আবার ব্যাঙ্কে গিয়ে জমা করে এসেছিলেন। সিমেন্ট থেকে ময়দা, অনেক কিছুই তৈরি হয় আলিকোর কারখানায়। বললেন, ‘‘তরুণ বয়সে কোটির অঙ্কগুলো খুব জরুরি মনে হয়। তার পরে সংখ্যার মানেটা ক্রমশ কমতে থাকে।’’

আর তিন দিন পরে ৬২-তে পা দেবেন এই ধনকুবের। আলিকো মনে করেন, আফ্রিকার সব চেয়ে উন্নত দু’টি ক্ষেত্র হল চাষবাস ও প্রযুক্তি। আফ্রিকার তরুণ উদ্যোগপতিদের উদ্দেশে আলিকোর বার্তা— ‘‘হঠাৎ আসা সাফল্যের প্লাবনে ভেসে যাবেন না।’’ উত্থান-পতন আসবেই। তার মধ্যেও স্থির থাকার বার্তাই দিয়েছেন তিনি। এরই মধ্যে তাঁর আফসোস, শুল্ক ও প্রশাসনিক সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই অসুবিধার মুখে পড়ছেন আফ্রিকার ব্যবসায়ীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aliko Dangote Nigeria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE