ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনা ওড়ালেন তাঁর দলেরই নেতা খুর্রম জীশান। রীতিমতো জোরের সঙ্গে তিনি গত কাল জানিয়েছেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ(পিটিআই)-এর প্রধান ইমরান জীবিত এবং রয়েছেন আদিয়ালা জেলেই। ওই পিটিআই নেতার অভিযোগ, সেনা এবং শাসক শিবির ইমরানকে দেশত্যাগের জন্য লাগাতার চাপ দিচ্ছে। কিন্তু নিজের অবস্থানে অনড় পিটিআই প্রধান।
গত কয়েক দিন ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই খবরে ইন্ধন জুগিয়েছিল, ইমরানের পরিজনকে তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়ার বিষয়টি। একটি সংবাদ সংস্থাকে জীশান জানিয়েছেন, দেশের শাসক ইমরান এবং তাঁর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। তাই পিটিআই প্রধানের ছবি বা ভিডিয়ো প্রকাশ আটকাতে তারা মরিয়া। তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক মাসের বেশি সময় ধরে তাঁকে (ইমরান খান) বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তাঁকে পরিজন, আইনজীবী এমনকি, দলীয় নেতাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন।
পাক আইনসভার এই পিটিআই প্রতিনিধির দাবি, ইমরানকে দেশ ছেড়ে যাওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে। জীশানের দাবি, ‘‘সেনা এবং দেশের শাসকেরা ইমরান খানের সঙ্গে রফা করতে চাইছে। তারা চায়, ইমরান খানকে মুক্তি দেওয়া হবে এবং তিনি দেশ ছেড়ে চলে যাবেন। বিদেশে গিয়েও তিনি মুখ খুলতে পারবেন না। কিন্তু ইমরান খান তাতে নারাজ। কারণ তিনি সেই ধরনের নেতা নন।’’
জীশানের দাবি, ইমরানকে জেলবন্দি রেখে পিটিআই-কে দমিয়ে রাখা যাবে না। তাঁর কথায়, ‘‘দেশে ইমরান খানের প্রভাব ক্রমশ বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তাই পিটিআইয়ের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)