অ্যামাজনের মালিক জেফ বেজোস পৃথিবীর ধনীতম মানুষ। আর তিনিই ফেলে আসা বছরে দান করার বিষয়েও ছিলেন সবচেয়ে এগিয়ে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, পৃথিবীর সর্বোচ্চ দাতাদের তালিকায় সবার উপরে আছেন বেজোস। তিনি ২০২০ সালে দান করেছেন ১ হাজার কোটি মার্কিন ডলার।
সংবাদ সংস্থা জানিয়েছে, পরিবেশ রক্ষার কাজ করছেন যাঁরা, তাঁদের জন্য বেজোস এই দান করেছেন। বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। তিনি বেজোস আর্থ ফাউন্ডেশনের জন্য বিপুল অর্থ দান করেছেন শেষ বছরে। এ ছাড়াও প্রায় ১৬টি স্বেচ্ছাসেবী পরিবেশরক্ষা সংগঠনকে তিনি দান করেছেন বিপুল পরিমাণ অর্থ।
বেজোস বাদে তালিকার প্রথম দশে আর যাঁরা রয়েছেন, তাঁদের সম্মিলিত দানের পরিমাণ মোটে ২৬০ কোটি টাকা। সেখানে একাই বেজোস প্রথম স্থানে থেকে দিয়েছেন ১ হাজার কোটি। যে হারে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে পৃথিবীর ধনকুবেরদের, তার তুলনায় দানের পরিমাণ সত্যই বৃদ্ধি পেয়েছে কম।