নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যেই ছিল ফস্কা গেরো। রবিবার পুলিশ জানিয়েছে, বড়দিনে লন্ডনের উইনসর প্রাসাদের নিরাপত্তা বলয় ডিঙিয়ে কী ভাবে চত্বরে ঢুকে পড়েছিল উনিশ বছরের সশস্ত্র এক তরুণ, সে রহস্য ভেদ হয়েছে। গত কাল প্রাসাদ চত্বর থেকেই গ্রেফতার করা হয়েছিল ওই তরুণকে। বড়দিনের মরসুমে খোদ রানি দ্বিতীয় এলিজ়াবেথের সঙ্গে ওই দুর্গে উৎসব উদ্যাপন করছেন যুবরাজ চার্লস, তাঁর স্ত্রী ক্যামেলিয়া এবং রাজপরিবারের আরও কয়েক জন সদস্য। তাঁরা সবাই সুরক্ষিত রয়েছেন।
কোভিডের বাড়বাড়ন্তের জন্য ৯৫ বছর বয়সি রানি এ বছর বাতিল করেছেন নরফোকের স্যানড্রিংঅ্যাম এস্টেটের বড়দিনের সাবেক উৎসব। বর্ষ-বদলের সময়টা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের উইনসর প্রাসাদেই কাটাচ্ছেন। টেমস ভ্যালি এবং মেট্রোপলিটান পুলিশের আধিকারিকেরা জানান, তরুণকে জেরা করে তাঁরা জেনেছেন যে, সে সাউদ্যাম্পটনের বাসিন্দা। তার পরিচয় জানানো হয়েছে রাজপরিবারকে।
টেমস ভ্যালি পুলিশের সুপারিন্টেনডেন্ট রেবেকা মিয়াজ় জানান, ওই তরুণ আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়া এবং ‘প্রাণঘাতী অস্ত্র’ সঙ্গে রাখার। রেবেকা বলেন, ‘‘আমরা নিশ্চিত করে বলতে পারি, ছেলেটি মাটিতে পা রাখার মুহূর্তেই সতর্কতা-ব্যবস্থাপনা সজাগ হয়ে গিয়েছিল। সে আর কোনও ভবনে ঢুকতে পারেনি।’’ তাঁর দাবি, সাধারণ মানুষের সুরক্ষায় আঁচ পড়ার মতো বড় কিছু এর পিছনে নেই বলেই মনে করা হচ্ছে।