Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘সান্তা’ নেই তো কী হয়েছে, ১৪ বছর উপহার পাবে খুদে 

শিশুটি কতটা তাঁর কথা বুঝতে পেরেছিল, কে জানে! তার সেই প্রবীণ প্রতিবেশী কিন্তু কথার খেলাপ করেননি। ৮৬ বছর বয়সে চোখ বোঁজার আগে ক্যাডির জন্য আগামী ১৪ ব‌ছরের বড়দিনের উপহার গুছিয়ে রেখে গিয়েছেন তিনি। 

বড়দিনের গাছের পাশে ক্যাডি।

বড়দিনের গাছের পাশে ক্যাডি।

সংবাদ সংস্থা
ব্যারি (ব্রিটেন) শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০২:৪২
Share: Save:

ছোট্ট ক্যাডিকে পাশের বাড়ির বুড়ো দাদু বলতেন, ‘আমি তোমার সান্তা বুড়ো। একশো বছর পর্যন্ত তোমার কাছেই থাকব। তোমাকে প্রত্যেকটা বড়দিনে উপহার দেব।’

শিশুটি কতটা তাঁর কথা বুঝতে পেরেছিল, কে জানে! তার সেই প্রবীণ প্রতিবেশী কিন্তু কথার খেলাপ করেননি। ৮৬ বছর বয়সে চোখ বোঁজার আগে ক্যাডির জন্য আগামী ১৪ ব‌ছরের বড়দিনের উপহার গুছিয়ে রেখে গিয়েছেন তিনি।

ঘটনাটি ওয়েলসের ব্যারির। জানা গিয়েছে ক্যাডির বাবা উইলিয়ামসের একটি টুইটার পোস্ট থেকে। উইলিয়ামস লিখেছেন, ‘‘এক দিন দুপুরে কে বেল দিল। খুলে দেখি পাশের বাড়ির কেনের মেয়ে। তার হাতে একটা বিশাল প্যাকেট। দিন কয়েক আগেই মারা গিয়েছেন কেন। বয়সও হয়েছিল অনেক।’’ কেনের মেয়ে উইলিয়ামসকে জানান, এই প্যাকেটে ১৪টি উপহার রয়েছে। উইলিয়ামসের দু’বছরের মেয়ে ক্যাডির জন্য। কেন তাঁর উইলে ইচ্ছে প্রকাশ করেছেন, ওই সব উপহার আগামী ১৪ বছর ধরে ক্যাডির হাতে তুলে দিতে হবে। ‘‘ছোট্ট মেয়েটিকে কথা দিয়েছি আমি,’’ উইলে লিখে গিয়েছেন কেন।

উইলিয়ামসের কথায়, ‘‘শুনে আমি হতবাক হয়ে গেলাম। জানতাম, ক্যাডিকে উনি খুবই ভালবাসতেন। ওঁর নিজের তো কোনও নাতি-নাতনি নেই। কিন্তু এ ভাবে এতগুলো বছরের জন্য তিনি ক্যাডিকে বড়দিনের উপহার দিয়ে যাবেন, সত্যিই ভাবা যায় না!’’

১৪টি প্যাকেট আলাদা আলাদা করে রঙিন কাগজে মোড়া। বাইরে থেকে বোঝার উপায় নেই, ভিতরে কী উপহার রয়েছে। কোন বছর কোন মোড়কটি ক্যাডির হাতে তুলে দিতে হবে, তারও কোনও উল্লেখ নেই। সাত-পাঁচ ভেবে একটি প্যাকেট খুলে ফেলেন ক্যাডির মা-বাবা। বেরিয়ে আসে বাচ্চাদের একটি গল্পের বই। এ বছর সেটাই ক্যাডির জন্য পাশের বাড়ির সান্তা বুড়োর উপহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Christmas Day Gift Old Man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE