Advertisement
১৩ জানুয়ারি ২০২৬
inca civilization

সমুদ্রতটে ভেসে এল ‘মৃতের মুখোশ’! খোঁজ মিলতে পারে ৬০০ কোটি ডলারের গুপ্তধনের

ইনকা সভ্যতা। প্রাচীন যে সভ্যতার সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে রহস্য। সেই সময়েরই এক মুখোশ নিয়ে তৈরি হল নতুন রহস্য। মনে করা হচ্ছে, প্রাচীন এই মুখোশ থেকে খোঁজ মিলতে পারে বিপুল গুপ্তধনের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১১:২৭
Share: Save:
০১ ১২
পেরুর ইনকা সভ্যতা। প্রাচীন যে সভ্যতার সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে রহস্য। সেই সময়েরই এক মুখোশ নিয়ে তৈরি হল নতুন রহস্য। মনে করা হচ্ছে, প্রাচীন এই মুখোশ থেকে খোঁজ মিলতে পারে বিপুল গুপ্তধনের।

পেরুর ইনকা সভ্যতা। প্রাচীন যে সভ্যতার সঙ্গে সবসময় জড়িয়ে রয়েছে রহস্য। সেই সময়েরই এক মুখোশ নিয়ে তৈরি হল নতুন রহস্য। মনে করা হচ্ছে, প্রাচীন এই মুখোশ থেকে খোঁজ মিলতে পারে বিপুল গুপ্তধনের।

০২ ১২
ফ্লোরিডার একটি সমুদ্রতটে মিলল এই মুখোশটি।  মুখোশটি মেলার পর অনেকেই ভেবেছিলেন এটা কি কোনও মহাকাশ সংক্রান্ত বস্তু। কারণ একদম অন্যরকম দেখতে এটি।

ফ্লোরিডার একটি সমুদ্রতটে মিলল এই মুখোশটি।  মুখোশটি মেলার পর অনেকেই ভেবেছিলেন এটা কি কোনও মহাকাশ সংক্রান্ত বস্তু। কারণ একদম অন্যরকম দেখতে এটি।

০৩ ১২
পরে জানা যায়, পেরুর ইনকা সভ্যতারই একটি ‘ফিউনারেল মাস্ক’ বা মৃতের মুখোশ এটি। মৃতের সঙ্গেই এই মুখোশ দেওয়া হত দেহ সমাধিস্থ করার সময়। এই মুখোশ কীভাবে এল এই সমুদ্রতটে?

পরে জানা যায়, পেরুর ইনকা সভ্যতারই একটি ‘ফিউনারেল মাস্ক’ বা মৃতের মুখোশ এটি। মৃতের সঙ্গেই এই মুখোশ দেওয়া হত দেহ সমাধিস্থ করার সময়। এই মুখোশ কীভাবে এল এই সমুদ্রতটে?

০৪ ১২
গত ১১ বছর ধরে মাইক টোরেজ নামে এক অধ্যাপক এই জাহাজটির খোঁজ করছিলেন বেশ কয়েক বছর ধরেই। সেই খোঁজ করতে গিয়েই সমুদ্রতটে ভেসে আসা এই মুখোশের সন্ধান মেলে।

গত ১১ বছর ধরে মাইক টোরেজ নামে এক অধ্যাপক এই জাহাজটির খোঁজ করছিলেন বেশ কয়েক বছর ধরেই। সেই খোঁজ করতে গিয়েই সমুদ্রতটে ভেসে আসা এই মুখোশের সন্ধান মেলে।

০৫ ১২
তিনি বলেন, কিউবা থেকে স্পেন যাওয়ার পথে ১৭১৫ সাল নাগাদ স্পেনের একটি জাহাজ ডুবে যায় ফ্লোরিডার মেলবোর্ন সমুদ্রতটের কাছে। প্রাক-কলম্বীয় যুগের একটি মুখোশ এটি। তবে এটিকেই ‘রিচেস্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি’ বলেও উল্লেখ করেছেন অনেকেই।

তিনি বলেন, কিউবা থেকে স্পেন যাওয়ার পথে ১৭১৫ সাল নাগাদ স্পেনের একটি জাহাজ ডুবে যায় ফ্লোরিডার মেলবোর্ন সমুদ্রতটের কাছে। প্রাক-কলম্বীয় যুগের একটি মুখোশ এটি। তবে এটিকেই ‘রিচেস্ট আর্কিওলজিক্যাল ডিসকভারি’ বলেও উল্লেখ করেছেন অনেকেই।

০৬ ১২
এই মুখোশের মতোই আরও বেশ কিছু প্রাচীন আমলের সামগ্রী সমুদ্রতটের আশপাশেই রয়েছে বলেই দাবি করেন স্থানীয় প্রত্নতত্ত্ববিদরা। তিনিই বলেন, প্রায় ৪০০-৬০০ কোটি ডলারের গুপ্তধন থাকার সম্ভাবনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮৫ কোটি থেকে প্রায় চার লক্ষ ২৬ কোটি টাকার কাছাকাছি। কয়েকটি প্রাচীন পোশাকের অংশ মিলেছে এই তটের কাছেই।

এই মুখোশের মতোই আরও বেশ কিছু প্রাচীন আমলের সামগ্রী সমুদ্রতটের আশপাশেই রয়েছে বলেই দাবি করেন স্থানীয় প্রত্নতত্ত্ববিদরা। তিনিই বলেন, প্রায় ৪০০-৬০০ কোটি ডলারের গুপ্তধন থাকার সম্ভাবনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮৫ কোটি থেকে প্রায় চার লক্ষ ২৬ কোটি টাকার কাছাকাছি। কয়েকটি প্রাচীন পোশাকের অংশ মিলেছে এই তটের কাছেই।

০৭ ১২
এই মুখোশের মতোই আরও বেশ কিছু প্রাচীন আমলের সামগ্রী সমুদ্রতটের আশপাশেই রয়েছে বলেই দাবি করেন স্থানীয় প্রত্নতত্ত্ববিদরা। তিনিই বলেন, প্রায় ৪০০-৬০০ কোটি ডলারের গুপ্তধন থাকার সম্ভাবনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮৫ কোটি থেকে প্রায় চার লক্ষ ২৬ কোটি টাকার কাছাকাছি।

এই মুখোশের মতোই আরও বেশ কিছু প্রাচীন আমলের সামগ্রী সমুদ্রতটের আশপাশেই রয়েছে বলেই দাবি করেন স্থানীয় প্রত্নতত্ত্ববিদরা। তিনিই বলেন, প্রায় ৪০০-৬০০ কোটি ডলারের গুপ্তধন থাকার সম্ভাবনা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮৫ কোটি থেকে প্রায় চার লক্ষ ২৬ কোটি টাকার কাছাকাছি।

০৮ ১২
টোরেজ বলেন, স্পেনীয়রা এই মুখোশ চুরি করেছিল। সোনা, রুপো ছাড়াও তামা ও ইরিডিয়াম দিয়ে তৈরি এই মুখোশটি।এটি ইনকা সভ্যতারই মৃতের মুখোশ। আর এটি বিশেষ কোনও ব্যক্তিই ব্যবহার করতেন। না হলে এত মূল্যবান ধাতু দিয়ে গড়া সম্ভব ছিল না। তবে এই নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন।

টোরেজ বলেন, স্পেনীয়রা এই মুখোশ চুরি করেছিল। সোনা, রুপো ছাড়াও তামা ও ইরিডিয়াম দিয়ে তৈরি এই মুখোশটি।এটি ইনকা সভ্যতারই মৃতের মুখোশ। আর এটি বিশেষ কোনও ব্যক্তিই ব্যবহার করতেন। না হলে এত মূল্যবান ধাতু দিয়ে গড়া সম্ভব ছিল না। তবে এই নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন।

০৯ ১২
৮০০ বছর তো বটেই, এই মুখোশের বয়স আরও বেশি হতে পারে একটি সাক্ষাৎকারে জানান এই প্রত্নতত্ত্ববিদ-অধ্যাপক।ওই সমুদ্রতটের আশপাশে আরও বেশ কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী মিলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

৮০০ বছর তো বটেই, এই মুখোশের বয়স আরও বেশি হতে পারে একটি সাক্ষাৎকারে জানান এই প্রত্নতত্ত্ববিদ-অধ্যাপক।ওই সমুদ্রতটের আশপাশে আরও বেশ কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী মিলতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

১০ ১২
এত মূল্যবান একটি মুখোশ মেলায় প্রত্নতত্ত্ববিদরা ঠিক কোন জায়গায় এই গুপ্তধনের সন্ধান পেয়েছেন, তা আপাতত গোপনই রাখছেন। পেরুর প্রাচীন সভ্যতা নিয়ে নতুন তথ্য মিলতে পারে ভেবে রীতিমতো উত্তেজিত গবেষকরাও।

এত মূল্যবান একটি মুখোশ মেলায় প্রত্নতত্ত্ববিদরা ঠিক কোন জায়গায় এই গুপ্তধনের সন্ধান পেয়েছেন, তা আপাতত গোপনই রাখছেন। পেরুর প্রাচীন সভ্যতা নিয়ে নতুন তথ্য মিলতে পারে ভেবে রীতিমতো উত্তেজিত গবেষকরাও।

১১ ১২
প্রত্নতত্ত্ববিদদের অপর অংশের দাবি, এটি ইনকা সভ্যতারও আগে কোনও প্রাচীন সভ্যতার প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এমনকি এটির বয়স প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার তো বটেই, দাবি করেছেন কেউ কেউ।

প্রত্নতত্ত্ববিদদের অপর অংশের দাবি, এটি ইনকা সভ্যতারও আগে কোনও প্রাচীন সভ্যতার প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এমনকি এটির বয়স প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার তো বটেই, দাবি করেছেন কেউ কেউ।

১২ ১২
প্রত্নতত্ত্ববিদদের অপর অংশের দাবি, এটি ইনকা সভ্যতারও আগে কোনও প্রাচীন সভ্যতার প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এমনকি এটির বয়স প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার তো বটেই, দাবি করেছেন কেউ কেউ।  তবে এখনও পর্যন্ত  সবচেয়ে প্রাচীন ‘ফিউনারেল মাস্ক’-এর বয়স ২৫০০ বছর। তাই এটি নিয়ে গবেষণা চলছে জোরকদমে।  তবে এটি যে দক্ষিণ আমেরিকারই কোনও প্রাচীন সভ্যতার ‘ফিউনারেল মাস্ক’ তা নিয়ে সন্দেহ নেই ইতিহাসবিদদের।

প্রত্নতত্ত্ববিদদের অপর অংশের দাবি, এটি ইনকা সভ্যতারও আগে কোনও প্রাচীন সভ্যতার প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এমনকি এটির বয়স প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার তো বটেই, দাবি করেছেন কেউ কেউ। তবে এখনও পর্যন্ত সবচেয়ে প্রাচীন ‘ফিউনারেল মাস্ক’-এর বয়স ২৫০০ বছর। তাই এটি নিয়ে গবেষণা চলছে জোরকদমে। তবে এটি যে দক্ষিণ আমেরিকারই কোনও প্রাচীন সভ্যতার ‘ফিউনারেল মাস্ক’ তা নিয়ে সন্দেহ নেই ইতিহাসবিদদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy