Advertisement
E-Paper

‘শুনে রাখুন, আমার ২ ফুট ৮ ইঞ্চির স্বামী ভীষণ সেক্সি’

আলাপটা হয়েছিল ফেসবুকে। সেখান থেকে প্রেম, কিছুদিন পরে বিয়েও। ভাবছেন, এ আবার নতুন কী! এমনতো আকছার হয়। কিন্তু পুরুষটি যদি ২ ফুট ৮ ইঞ্চির আর তার বউয়ের উচ্চতা যখন সাড়ে পাঁচ ফুট হয়, তখন? আমাদের চেনা পরিচিত, গতে বাঁধা প্রেম কাহিনীর দুনিয়ায় জোরসে একটা ধাক্কা লাগে বইকি!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৩

আলাপটা হয়েছিল ফেসবুকে। সেখান থেকে প্রেম, কিছুদিন পরে বিয়েও। ভাবছেন, এ আবার নতুন কী! এমনতো আকছার হয়। কিন্তু পুরুষটি যদি ২ ফুট ৮ ইঞ্চির আর তার বউয়ের উচ্চতা যখন সাড়ে পাঁচ ফুট হয়, তখন? আমাদের চেনা পরিচিত, গতে বাঁধা প্রেম কাহিনীর দুনিয়ায় জোরসে একটা ধাক্কা লাগে বইকি! যা কিছু ‘অন্য রকম’ সেই সব নিয়েইতো তৈরি হয় জল্পনা, বাড়তে থাকে উত্সাহ, চলতে থাকে হাসি-ঠাট্টা। অধিকারের সীমাটা টপকে হয়ত অজান্তেই অন্যের ব্যক্তিগত জীবনকে নিজেদের মুচমুচে আলোচনার অংশ করে ফেলি আমরা।

এই সমস্ত কিছুরই সম্মুখীন হয়ে ছিলেন সিন স্টিফেনসন আর মিন্ডি নিস। কিন্তু কোন কিছুরই পরোয়া করেননি এই দম্পতি। তাদের উথাল-পাথাল ভালবাসায় কখনই বাধা হয়নি সিনের উচ্চতা। ২ ফুট ৮ ইঞ্চিটা তাদের কাছে একটা পরিসংখ্যান মাত্র।

২০০৯ সালে ফেসবুকে এক মিউচুয়াল বন্ধুর মাধ্যমে পরিচয়। পরিচয় কিছুদিনের মধ্যেই বদলে যায় প্রণয়ে। ২০১২ সালে বিয়েটা সেরে ফেলেন তাঁরা।

কিন্তু, তারপরেই অদ্ভুত এক সমস্যা তৈরি হয়। প্রতিবেশী, পরিজনরাও বলতে শুরু করেন, সিন নাকি যৌনভাবে অক্ষম। মিন্ডি নাকি সিনের সঙ্গে সুখী নন! জল্পনার ডানা কদিনের মধ্যে পাড়ার গণ্ডি ছাড়িয়ে ঢুকে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সিন-মিন্ডির বেডরুম হয়ে ওঠে ফেসবুক গুলতানির অন্যতম ফেভারিট পাশটাইম।

আরও পডুন-মেয়েকে ধর্ষণ করুন, অনলাইন বিজ্ঞাপন মায়ের!

সব দেখে শুনে বেজায় বিরক্ত হয়ে এবার মুখ খুললেন স্বয়ং মিন্ডি। সেই ফেসবুকেই তাঁর স্বদর্প ঘোষণা ‘‘আমি সিনকে ভালবাসি।আমার দেখা অন্যতম সেক্সি পুরুষ সিন। আমাদের দাম্পত্য জীবন ভীষণ সুখের, যৌনতায় ভরপুর।’’

সিনের বয়স যখন ১৮, তখন ভয়াবহ এক দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের ২০০ টির মত হাড় ভেঙে যায়। সিন একজন প্রেরণাদায়ক বক্তাও বটে। নিজেই বলেন ‘‘আমি একজন ছোট মানুষ, কিন্তু বাঁচি বড় করে।’’

সব ব্যঙ্গ তুড়ি়তে উড়িয়ে বিয়ের চার বছর হইহই করে পার করে এলেন এই মার্কিন দম্পতি। এই মধুমাসে, ভালবাসার সপ্তাহে সিন স্টিফেনসন আর মিন্ডি নিসকে আমাদের শুভেচ্ছা, ভাল থাকুন, ভালবাসায় থাকুন।

sean mendi facebook MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy