E-Paper

সেবাকার্যে ১৬৭০.৭৯ কোটি টাকা ব্যয় রামকৃষ্ণ মঠ ও মিশনের

দেশ জুড়ে মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কী কী পুরস্কার ও সম্মান পেয়েছে, তা তুলে ধরা হয় কার্যবিবরণীতে। ২০২৪-’২৫ আর্থিক বছরে সব থেকে বেশি অর্থ (৭৪৩.১৭ কোটি) খরচ করা হয়েছে শিক্ষা খাতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৮:১৮
রামকৃষ্ণ মঠ ও মিশন।

রামকৃষ্ণ মঠ ও মিশন। —প্রতীকী চিত্র।

দেশে তাদের ২২৪টি শাখা কেন্দ্র এবং উপকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সেবাকার্যে মোট ১৬৭০.৭৯ কোটি টাকা ব্যয় করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। রবিবার বেলুড় মঠে মিশনের ১১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৪-’২৫ অর্থবর্ষের কার্যবিবরণী পেশ করতে মিশনের পরিচালন সমিতির প্রতিবেদন উপস্থাপিত করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

দেশ জুড়ে মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কী কী পুরস্কার ও সম্মান পেয়েছে, তা তুলে ধরা হয় কার্যবিবরণীতে। ২০২৪-’২৫ আর্থিক বছরে সব থেকে বেশি অর্থ (৭৪৩.১৭ কোটি) খরচ করা হয়েছে শিক্ষা খাতে। তাতে ২.৯৩ লক্ষ উপভোক্তা উপকৃত হয়েছেন। পাশাপাশি, সব থেকে বেশি মানুষ উপকৃত হয়েছেন চিকিৎসা খাতে। সেখানে ৮৪.২৫ লক্ষ উপভোক্তাকে পরিষেবা দিতে ৬০০.৫৪ কোটি টাকা খরচ করা হয়েছে। এ ছাড়াও সাধারণ কল্যাণমূলক কাজ, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ ও আদিবাসী কল্যাণমূলক সেবা, প্রচার, অন্য সেবাকাজ এবং সাহিত্য প্রকাশনায় অর্থ ব্যয় করা হয়েছে।

মঠ ও মিশনের সাধারণ সম্পাদক জানান, অসমের হাফলং, কুরালডাঙা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে মিশনের নতুন শাখা কেন্দ্র এবং গুজরাত, মহারাষ্ট্র, কেরল ও মধ্যপ্রদেশে মঠের নতুন শাখা কেন্দ্র স্থাপিত হয়েছে। পাশাপাশি, আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে নতুন শাখা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ramakrishna Mission Social Work

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy