নির্বাচনী প্রচারে বলতেন, আমেরিকার ‘অহেতুক যুদ্ধে যোগ দেওয়ার অভ্যাস’ বন্ধ করবেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই দেখবেন, যাতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঠিক এর উল্টো পথেই হাঁটছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতে তিনি যে ভাবে ইজ়রায়েলের সমর্থনে ইরানকে হুমকি দিচ্ছেন তাতে শঙ্কিত ও বিরক্ত রিপাবলিকান দলেরই অনেক নেতা।
গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ট্রাম্পের এই ‘রণনীতির’ নিন্দা করে একটি তিন মিনিটের ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় তিনি ‘যুদ্ধবাজদের’ পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে সংঘাতে মদত না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তুলসীর সুরের সুর মিলিয়েই ট্রাম্পের ইজ়রায়েল নীতির বিরুদ্ধে সরব হয়েছেন কট্টরপন্থী রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি। গাবার্ডদের এই বিরোধিতায় চটেছেন ট্রাম্প। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘অনুমতি না নিয়েই গাবার্ড এই ভিডিয়ো পোস্ট করেছেন। ইরানের হাতে (পরমাণু) অস্ত্র চলে আসার খুব কাছাকাছি চলে এসেছিলাম আমরা।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)