Advertisement
২৭ এপ্রিল ২০২৪
nasa

নোরাই প্রথমা আরবে

২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় আমিরশাহি।

নোরা অল-মাত্রুশি।

নোরা অল-মাত্রুশি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ০৪:৪৬
Share: Save:

মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বছর সাতাশের তরুণী নোরা অল-মাত্রুশিকে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন কোনও আরব মহিলা। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা।

২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় আমিরশাহি। ২১১৭ সালের মধ্যে মঙ্গলে ঘাঁটি তৈরি করতে চায় তারা। ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরশাহির প্রথম মহাকাশচারী। ২০২১ সালে নোরার পাশাপাশি নাসা-য় প্রশিক্ষণ নেবেন সে দেশের মহম্মদ আল-মুল্লা।

দুবাইয়ের মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের তরফে জানানো হয়েছে, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিক্যাল পরীক্ষার পরে তাঁকে বেছে নেওয়া হয়েছে। নোরা টুইটারে লিখেছেন, ‘‘দেশ আমাকে অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ দিল। দেশবাসীর মনে চিরকাল গাঁথা থাকে এমন কৃতিত্ব অর্জনের চেষ্টা করব আমি। তার প্রস্তুতি শুরু করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nasa United Arab Emirates
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE