আমেরিকার ক্যাপিটল বিল্ডিংয়ের ঘটনাকে নাৎসি হামলার সঙ্গে তুলনা করলেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর আর্লন্ড সোয়ার্জেনেগার। পাশাপাশি, ট্রাম্পকেও এক হাত নিলেন। সঙ্গে দেশবাসীকে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোয়ার্জেনেগার। সেখানে তিনি বলেন, ‘ক্যাপিটল বিল্ডিংয়ে এই হামলা গণতন্ত্রের লজ্জা’। এর পরই ১৯৩৮ সালে এক রাতে ইহুদিদের উপর নাৎসিদের হামলা (যা ‘নাইট অব ব্রোকেন গ্লাস’ নামে পরিচিত)-র সঙ্গে তুলনা টেনে সোরার্জেনেগার বলেন, ‘বুধবার আমেরিকায় ‘ডে অব ব্রোকেন গ্লাস’-এর ঘটনা ঘটেছে। আর সেই ষড়যন্ত্রের হোতা ছিলেন খোদ ট্রাম্প’।
কী ভাবে ইহুদিদের উপর নাৎসিরা অত্যাচার করত সে প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। বলেন, ‘আমি অস্ট্রিয়ায় জন্মেছি। জানি সেই ঘটনা কতটা বেদনাদায়ক ছিল। এত দিন জনসমক্ষে এ কথা বলিনি। কিন্তু আমেরিকায় আজ যা পরিস্থিতি, তা নাৎসিদের সেই সব ঘটনাগুলোর কথাই স্মরণ করিয়ে দিচ্ছে’।