Advertisement
০৬ মে ২০২৪

মির কাশেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায়

মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ডের সাজাপ্রাপ্ত মির কাশেম আলির মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পরে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০৩:০৩
Share: Save:

মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ডের সাজাপ্রাপ্ত মির কাশেম আলির মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পরে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি এস কে সিনহা-সহ চার বিচারপতির স্বাক্ষরের পর সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৪৪ পাতার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার আবেদন করবেন। জানা গিয়েছে, আগামি ১৫ দিনের মধ্যে এ ধরনের আবেদন করার সুযোগ রয়েছে আইনে। মির কাশেম হচ্ছেন জামাতে ইসলামির প্রথম সারির নেতা এবং দলের অর্থ যোগানদাতা। গত ৮ মার্চ আসামীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। মির কাশেমের বিরুদ্ধে যে সব অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে, তার মধ্যে রয়েছে, কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ ও পরে চট্টগ্রামের ডালিম হোটেলে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার অপরাধে মির কাশেম আলির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এছাড়া নির্যাতনের ৬ অভিযোগে সাজা বহাল রাখা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mir kasim ali death sentence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE