নিউ ইয়র্কে পরবর্তী মেয়র নির্বাচনের জন্য আর্লি ভোটিং শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে হওয়া প্রাইমারিতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট পদপ্রার্থী জ়োহরান মামদানি। আগামী ৪ নভেম্বর ভোট গ্রহণ। তার আগে ফোন করে মামদানিকে পাশে থাকার বার্তা দিলেন আমেরিকার প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা।
সংবাদমাধ্যমের কাছে মামদানির মুখপাত্র জানান, শনিবার মামদানির সঙ্গে প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলেন ওবামা। মামদানির প্রচারসভার প্রশংসা করেন তিনি। কথা হয় নিউ ইয়র্কের উন্নয়নের জন্য নানা প্রস্তাব ও নীতি নিয়ে। এমনকি ভোটে জিতলে তাঁর উপদেষ্টা হিসেবে পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট। এ ভাবে পাশে থাকার জন্য ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন মামদানি।
জুনে প্রথম বার মামদানিকে ফোন করে কথা বলেছিলেন ওবামা।মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি তথা প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, নিউ ইয়র্কের ধনীদের জন্য কর বাড়ানো, পুরসভার কর বৃদ্ধি, বাড়ি ভাড়া নির্দিষ্ট সীমায় বাঁধা ইত্যাদি। প্রাইমারিতে মামদানির এগিয়ে থাকা ডেমোক্র্যাটদের কাছে একই সঙ্গে আশীর্বাদ আবার আশঙ্কার। মামদানির দিকে নতুন ভোটারদের পাল্লা ভারী। ফলে জনপ্রিয়তায় বেশ এগিয়ে তিনি। আবার ইজ়রায়েল বিরোধীতা ও বামপন্থী মতাদর্শের জন্য মামদানি রিপাবলিকানদের সহজ নিশানা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)