Advertisement
E-Paper

চোকসীকে বেলজিয়ামের জেলেই থাকতে হবে, খারিজ জামিনের আবেদন! কবে ভারতে প্রত্যর্পণ?

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ব্যবসায়ী মেহুল চোকসীর বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালিয়ে যান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:৫৯
Belgian court rejects fresh bail plea of fugitive Indian businessman Mehul Choksi

পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসী। — ফাইল চিত্র।

এখনই মুক্তি নয়। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হওয়া ‘পলাতক’ ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসীর জামিনের আবেদন খারিজ করে জানাল বেলজিয়ামের আদালত। চার মাসের বেশি জেলে রয়েছেন চোকসী। বার বার জামিনের আবেদন করেও কোনও লাভ হয়নি।

সংশিষ্ট কর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চোকসীর জামিনের আবেদন খারিজ করেছে বেলজিয়ামের আপিল আদালত। তাঁর আবেদন ছিল, জামিনে তাঁকে মুক্তি দেওয়া হোক। ২৪ ঘণ্টা নজরদারিতে বাড়িতে থাকতে চান তিনি। তবে সিবিআই তাঁর আবেদনের প্রেক্ষিতে জোরালো আপত্তি তোলে। তাদের যুক্তি, আইনি প্রক্রিয়া এড়াতে বার বার বিচারব্যবস্থা থেকে পালিয়ে বেরিয়েছেন চোকসী। এখন তিনি জামিনে মুক্তি পেলে অন্য দেশে পালিয়ে যেতে পারেন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে চোকসীর বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালিয়ে যান চোকসী। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই তাঁর খোঁজ শুরু করে। তার মধ্যেই বেলজিয়ামে দেখা যায় চোকসীকে। বিষয়টি নজরে আসতেই ভারতীয় কেন্দ্রীয় সংস্থার তরফে যোগাযোগ করা হয় বেলজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে। এই আবহে গত ১৪ এপ্রিল বেলজিয়ামে গ্রেফতার হন চোকসী। তাঁর গ্রেফতারির পরই চোকসীকে ভারতে প্রত্যপর্ণের জন্য উদ্যোগী হয় সিবিআই।

বেলজিয়াম আদালতে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুনানি শুরু হবে। কেন তারা চোকসীকে ভারতে ফিরিয়ে আনতে চায়, তার সপক্ষে বেশ কিছু নথি ইতিমধ্যে আদালতে দিয়েছে সিবিআই। ২০১৮ এবং ২০২১ সালে মুম্বইয়ের বিশেষ আদালত চোকসীর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, সেই বিষয়ও উল্লেখ করা হয়েছে।

PNB Scam Mehul Choksi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy