Advertisement
১১ জুন ২০২৪
Spain

Underground house: ৬ বছর ধরে গর্ত খুঁড়ে মাটির তলায় বাড়ি বানালেন ইনি!

২০১৫ সালে তাঁর যখন ১৪ বছর বয়স, তখন থেকেই মা-বাবার থেকে আলাদা থাকতে বাড়ির পিছনের বাগানে গর্ত খুঁড়তে শুরু করেছিলেন তিনি।

আন্দ্রেস কান্তো।

আন্দ্রেস কান্তো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৭:৫৪
Share: Save:

মা-বাবার সঙ্গে অশান্তি করে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ১৪ বছর বয়সে। কিন্তু থাকবেন কোথায়? গর্ত খুঁড়তে শুরু করেন সেই থেকেই। ৬ বছর ধরে গর্ত খুঁড়ে মাটির তলায় আস্ত বাড়ি বানিয়ে ফেলেছেন তিনি।

শোওয়ার ঘর থেকে শৌচাগার, এমনকি ওয়াইফাই সংযোগও রয়েছে সেখানে। তিনি স্পেনের বাসিন্দা আন্দ্রেস কান্তো। ২০১৫ সালে তাঁর যখন ১৪ বছর বয়স পোশাক নির্বাচন নিয়ে মা-বাবার সঙ্গে তর্কাতর্কি হয়। সে দিন থেকেই মা-বাবার থেকে আলাদা থাকতে বাড়ির পিছনের বাগানে গর্ত খুঁড়তে শুরু করেছিলেন তিনি। না, সে দিন আর আলাদা থাকার ইচ্ছা পূর্ণ হয়নি। তবে রোজ স্কুল থেকে ফিরেই গর্ত খুঁড়তেন।

গত ৬ বছর ধরে এই করেই মাটির তলায় আস্ত বাড়ি বানিয়ে ফেলেছেন আন্দ্রেস। এখন তাঁর বয়স ২০ বছর। মাটির ৩ মিটার গভীরে একটি ছোট থাকার জায়গা তৈরি করেছেন তিনি। সেখানে আলাদা একটি শৌচাগারও রয়েছে। আলোর ব্যবস্থা, মিউজিক সিস্টেম, ওয়াইফাইয়ের ব্যবস্থাও দিব্যি বিদ্যমান সেই 'পাতালঘর'-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Spain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE