ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথে ফের বাগড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। পার্লামেন্টের উচ্চ কক্ষে সরকারি প্রস্তাব ৩৬৬-২৬৮ ভোটে খারিজ হয়েছে। এর আগে ১ মার্চও সরকারের ব্রেক্সিট প্রস্তাবের একটি সংশোধনী পার্লামেন্টের উচ্চ কক্ষে পরাজিত হয়। সে বার হার হলেও বুধবারের প্রস্তাবটি পার্লামেন্টে অনায়াসে পাশ হয়ে যাবে বলে আশা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তা হল না। জোড়া ধাক্কায় ইইউ থেকে বেরিয়ে আসার জন্য কথা শুরুই এখন দায় হয়েছে মে-র। এ দিকে যা করার এ মাসের মধ্যেই করতে হবে তাঁকে।