Advertisement
E-Paper

টুকরো খবর

থরথর করে কাঁপছে বিমান। প্রাণপণে চেঁচাচ্ছেন যাত্রীরা। শেষ মুহূর্তে যদি অলৌকিক কিছু ঘটে, যদি কোনও ভাবে বাঁচতে পারেন তাঁরা— সেই আশায় সকলে মিলে ডাকছেন ঈশ্বরকে। এ রকমই একটি ভিডিও নাকি উদ্ধার হয়েছে আল্পসের খাড়াই অঞ্চল থেকে। যেখানে গত ২৪ মার্চ ভেঙে পড়েছিল জার্মানউইঙ্গসের এয়ারবাস এ৩২০।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০২:০৬

উদ্ধার দুর্ঘটনার ভিডিও, দাবি সংবাদমাধ্যমের

সংবাদ সংস্থা • মার্সেই

থরথর করে কাঁপছে বিমান। প্রাণপণে চেঁচাচ্ছেন যাত্রীরা। শেষ মুহূর্তে যদি অলৌকিক কিছু ঘটে, যদি কোনও ভাবে বাঁচতে পারেন তাঁরা— সেই আশায় সকলে মিলে ডাকছেন ঈশ্বরকে। এ রকমই একটি ভিডিও নাকি উদ্ধার হয়েছে আল্পসের খাড়াই অঞ্চল থেকে। যেখানে গত ২৪ মার্চ ভেঙে পড়েছিল জার্মানউইঙ্গসের এয়ারবাস এ৩২০। দাবি, একটি ফরাসি ও জার্মান সংবাদমাধ্যমের। সংবাদমাধ্যম দু’টি জানিয়েছে, ভিডিওটি কয়েক সেকেন্ডের। সম্ভবত যাত্রীরা যখন বুঝেছিলেন শেষরক্ষা হবে না, তখনই ভিডিওটি তুলেছিলেন কেউ। আর সেখানেই শোনা গিয়েছে বিভিন্ন ভাষায় ঈশ্বরকে ডাকছেন অনেকে। একটি ধাতব আওয়া়জও পাওয়া গিয়েছে। তদন্তকারীরা দাবি করেন, পাইলট এস প্যাট্রিক ধাতব কিছু দিয়ে ককপিটের দরজায় আঘাত করছিলেন। অনুমান সেই আওয়াজই হয়তো ভিডিওতে ধরা পড়েছে। তবে এই ভিডিও নিয়ে আলোকপাত করেনি তদন্তকারী সংস্থা। তাদের তরফে ব্রাইস রবিন বলেন, তিনি ভিডিওটির বিষয়ে কিছু জানেন না। কোনও ভিডিও সত্যিই পাওয়া গিয়ে থাকে, তা হলে তা যেন তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়।

আটক ২২ পড়ুয়া

সংবাদ সংস্থা • ইস্তানবুল

আইনজীবী হত্যায় ২২ জন পড়ুয়াকে আটক করল তুরস্কের পুলিশ। বুধবার ইস্তানবুলে চিরুনি তল্লাশি চালায় পুলিশের জঙ্গি দমন শাখা। আটক ২২ জনের প্রত্যেকে নিষিদ্ধ অতিবাম সংগঠন ‘দ্য রেভলিউশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্ট’ বা ডিএইচকেপি-সি’র সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রের খবর। আজ তুরস্কের শাসক দল ‘এ কে পার্টি’-র দফতরে ঢুকে পড়ে সশস্ত্র এক দুষ্কৃতী। সঙ্গে থাকা তলোয়ারে জাতীয় পতাকা জড়িয়ে পার্টি অফিসের জানলায় ওড়াতে থাকে তা। পরে নিরাপত্তা বাহিনী আটক করে ওই দুষ্কৃতীকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy