একটু উষ্ণতার জন্য
ছবি: রয়টার্স
এক জন ৬২ পেরোনো, তবু মহিলা-মহলে দারুণ জনপ্রিয়, এক রাষ্ট্রনেতা। অন্য জন এক প্রাক্তন পপ গায়িকা, আপাতত শুধুই দেশের ফার্স্ট লেডি। কূটনৈতিক মঞ্চে, কূটনীতি থেকে একটু দূরে, এই দু’জনের মধ্যে একটু উষ্ণতার বিনিময় ধরা পড়ে গেল ক্যামেরায়। সোমবার রাতে বেজিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ বৈঠকের এই মুহূর্তটির ভিডিও ক্লিপিং ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। শীতের রাতে চিনের ফার্স্ট লেডিকে স্বস্তি দিতে একটা শাল এগিয়ে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের এ-হেন বদান্যতায় খুশি চেপে রাখতে পারেননি পেং লিউয়ানও। তাঁর স্বামী, প্রেসিডেন্ট শি চিনফিং তখন টেবিলেরই অন্য প্রান্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত। কিছু ক্ষণ পরে অবশ্য নিজের সহকারীর হাতে শালটি দিয়ে দেন পেং। পরে নেন কালো কোট। সদ্য বিবাহবিচ্ছিন্ন পুতিনের এই আচরণ নিয়ে মুখরোচক আলোচনায় সরগরম চিন। দেশের ইন্টারনেট থেকে সেই ভিডিও সরিয়েও দেওয়া হয়েছে।
ক্যাপ্টেনের কারাদণ্ড
সংবাদ সংস্থা • সোল
গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার ফেরি দুর্ঘটনায় ৩০৪ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় ফেরির ক্যাপ্টেনকে ৩৬ বছরের কারাদণ্ড দিল এক আদালত। তবে ক্যাপ্টেনের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁর মৃত্যুদণ্ড হয়নি। অন্য ১৩ জন কর্মীর ৫ থেকে ২০ বছর কারাদণ্ড হয়েছে।
দুর্ঘটনায় মৃত ৫৮
সংবাদ সংস্থা • ইসলামাবাদ
অতিরিক্ত যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৫৮ জন। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের ঘটনা। পুলিশ সূত্রে খবর, যাত্রিবাহী ওই বাসটি খাইবার-পাখতুনখোয়া প্রদেশ থেকে করাচি আসছিল। সুক্কুর জেলায় থেরি বাইপাসের কাছে উল্টো দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ওই বাসটির। বাসটির জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়।