Advertisement
E-Paper

টুকরো খবর

পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর ঢঙে এবার তোপ দাগল আল কায়দা! এক মার্কিন সাংবাদিককে হত্যা করার হুমকি দিয়ে বুধবার রাতে ইউ টিউবে একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের আল কায়দা গোষ্ঠী। সেখানে জঙ্গিদের দেখা না মিললেও মার্কিন চিত্র সাংবাদিকের পরিচয় দিয়ে এক ব্যক্তি ভিডিওয় জানিয়েছেন, তিনি জঙ্গিদের কব্জায় আছেন এবং বিশ্বের মানুষের কাছে তাঁর আবেদন, যে কোনও ভাবে তাঁকে জঙ্গিদের হাত থেকে মুক্তি দেওয়া হোক।

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০২:১৪

এ বার ভিডিও প্রকাশ করল আল কায়দা

পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর ঢঙে এবার তোপ দাগল আল কায়দা! এক মার্কিন সাংবাদিককে হত্যা করার হুমকি দিয়ে বুধবার রাতে ইউ টিউবে একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের আল কায়দা গোষ্ঠী। সেখানে জঙ্গিদের দেখা না মিললেও মার্কিন চিত্র সাংবাদিকের পরিচয় দিয়ে এক ব্যক্তি ভিডিওয় জানিয়েছেন, তিনি জঙ্গিদের কব্জায় আছেন এবং বিশ্বের মানুষের কাছে তাঁর আবেদন, যে কোনও ভাবে তাঁকে জঙ্গিদের হাত থেকে মুক্তি দেওয়া হোক। নিজেকে লিউক সোমার্স নামে পরিচয় দিয়ে ওই ব্যক্তি আরও জানান, জঙ্গিদের দাবি না মানা হলে তাঁকে খুন করার হুমকিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নাশকতা ছড়াতে এত দিন আইএস-জঙ্গিরাই অপহৃতদের মুণ্ডচ্ছেদের ভিডিও প্রকাশ করে এসেছে। এই প্রথম তাদের কায়দায় অন্য কোনও জঙ্গিগোষ্ঠীর নামে এমন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। যদিও জঙ্গিদের দাবি কি এবং কেন আচমকা এই ভিডিওটি প্রকাশ করা হল, সেই প্রশ্নের উত্তর মেলেনি। এমনকী, ভিডিওটি আসল কি না, তা-ও এখনও পর্যন্ত জানা যায়নি।

সান্তাকে চাই, দুই খুদের ফোন ৯১১-এ

কয়েক দিন বাদেই বড়দিন। কী কী তাদের চাই, তা সান্তা ক্লসকে একবার মনে করাতে হবে তো! তা-ই করতে গিয়ে আপৎকালীন নম্বর ৯১১-এ ফোন করে বসল দুই খুদে। ব্যস, বাড়িতে পুলিশ এসে হাজির। আমেরিকার মেভিলের বাসিন্দা তিন ও ছ’বছরের দুই ভাইকে থানায় নিয়ে গিয়ে বোঝানো হল, ৯১১ নম্বরে ফোন করলে সান্তার সঙ্গে কথা বলা যায় না। ব্রডি ও ব্লেকের মা জানিয়েছেন, কোনও ভাবে বাবার ফোনটা হাতে পেয়েছিল দুই ভাই। হয় তো বড়দের কাছে শুনেছিল, দরকার পড়লে ৯১১-এ ফোন করতে হয়। সেই আশা করেই সান্তার খোঁজে ৯১১-এ ফোন করে তারা। বড়দিনে সান্তার কাছ থেকে চাই নতুন উপহার। তির-ধনুক, বন্দুক আর খেলনা মোটরবাইক। পুলিশ আর মা-বাবাকে দু’ভাই জানিয়েছে, এই উপহারের কথা মনে করিয়ে দিতেই সান্তার সঙ্গে এক বার কথা বলতে চেয়েছিল তারা। সান্তার সঙ্গে কথা বলতে গেলে যে ৯১১-এ ফোন করার দরকার নেই, থানায় নিয়ে গিয়ে দুই খুদেকে এটা বুঝিয়েছে পুলিশ। কিন্তু কত নম্বরে ফোন করলে সান্তাকে পাওয়া যাবে, তা অবশ্য তাদের কেউ বলে দেয়নি।

নিশানায় জোবসের ই-মেল

প্রতিযোগিতা আইন ভাঙার ক্ষেত্রেও অ্যাপলকে ‘সামনে থেকে’ নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ জোবস। মার্কিন আদালতের শুনানিতে সংস্থাটির প্রয়াত প্রতিষ্ঠাতা ও কর্ণধারের ই-মেল তুলে ধরে অ্যাপলের বিরুদ্ধে এই যুক্তিই শানালেন বিরোধী পক্ষের আইনজীবীরা। তাঁদের দাবি, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না যায়, তা নিশ্চিত করতে ই-মেলে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন জোবস। এর পরে এই সম্পর্কে জোবসের ভিডিও-বিবৃতি পেশ করা হবে বলেও আইনজীবীদের দাবি। তবে অ্যাপলের তরফে পাল্টা দাবি, আই-পডে প্রযুক্তিগত সমস্যা এড়াতে এবং পরিষেবার গুণমান বজায় রাখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

brief story bidesh tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy