নিখোঁজ বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি কর্মী রাঘবেন্দ্রন গণেশ ব্রাসেলসের মেট্রো থেকেই শেষ ফোনটি করেছিলেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
মঙ্গলবারের বিস্ফোরণের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না রাঘবেন্দ্রনকে। মৃত কিংবা আহতদের সরকারি তালিকাতেও নাম ছিল না তাঁর। নিখোঁজ-রহস্য ঘিরে ক্রমেই বাড়ছিল ধোঁয়াশা। এ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার টুইটারে তিনি জানান, রাঘবেন্দ্রনকে খোঁজার সব রকম চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। মেট্রোতেই তাঁর শেষ ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেন্তেম বিমানবন্দর ও মেট্রো রেলের সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। নিহত ৩১ ও আহত অন্তত ৩০০ জন। দুই ভারতীয় বিমানকর্মীও সে দিন বিস্ফোরণে জখম হন।