Advertisement
E-Paper

বিড়ালের খাবারের বদলে এ কী পাঠালো ই-কমার্স সংস্থা!

ই-কমার্স সংস্থাগুলিতে এক পণ্যের অর্ডার করে অন্য পণ্য ডেলিভারি পাওয়ার ঘটনা ঘটে থাকে প্রায়শই। কিন্তু কানাডার এক মহিলার সঙ্গে যে ঘটনা ঘটল তাতে ই-কমার্স সংস্থাগুলির কারবার নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩৪
বিড়ালের খাবারে বদলে এল বন্দুক। প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

বিড়ালের খাবারে বদলে এল বন্দুক। প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

ই-কমার্স সংস্থাগুলিতে এক পণ্যের অর্ডার করে অন্য পণ্য ডেলিভারি পাওয়ার ঘটনা ঘটে থাকে প্রায়শই। কিন্তু কানাডার এক মহিলার সঙ্গে যে ঘটনা ঘটল তাতে ই-কমার্স সংস্থাগুলির কারবার নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

সম্প্রতি কানাডার জ্যাসিন্থে কার্ডিন একটি অনলাইট ই-কমার্স সাইটে তাঁর পোষ্য বিড়ালের জন্য খাবার অর্ডার দিয়েছিলেন। ডেলিভারির দিনে তার বাড়িতে পৌঁছে যায় ই-কমার্স সংস্থার একটি বাক্স। সেই বাক্স খুলেই কার্ডিনের চোখ কপালে ওঠার জোগাড়।

কার্ডিন দেখলেন প্যাকেটের মধ্যে বিড়ালের খাবারের বদলে রয়েছে বন্দুক ও গোলমরিচ স্প্রে। এই দু’টি জিনিসেরই লেনদেনই কানাডায় নিষিদ্ধ। এরপরই কার্ডিন স্থানীয় প্রশাসনের মাধ্যমে ই-কমার্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কানাডা প্রশাসন এই নিষিদ্ধ বস্তু দুটিকে বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন: টাইগারের সঙ্গে গল্ফ খেললেন ট্রাম্প

এই ঘটনার দায় স্বীকার করেছে অভিযুক্ত সংস্থা। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ অ্যাখ্যা দিয়ে ওই সংস্থা জানিয়েছে প্যাকেটটিতে ঠিকানা ভুল হওয়ায় আমেরিকার বদলে কানাডা চলে এসেছে। আমেরিকার একজন ওয়্যারহাউস কর্মী ওই দুটি জিনিসের অর্ডার দিয়েছিলেন। যা ওই দেশে বৈধ।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বারকোড স্ক্যানিংয়ের ভুলে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কলার মাধ্যমে যৌনকর্মীদের উদ্দেশে বার্তা দিলেন ব্রিটেনের রাজ পরিবারের ছোটবউ

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

E-Commerce Cat Food GUN and Peeper Spray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy