ফের বোমা ফাটাল তুরস্কের মিডিয়া। এ বার প্রকাশ্যে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, দু’হাতে দু’টো বড় কালো রঙের ব্যাগ নিয়ে ইস্তানবুলে সৌদি কনসাল জেনারেলের বাড়িতে ঢুকছেন একটি লোক। তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যাগের মধ্যেই ছিল নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির দেহাবশেষ।
গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে ইস্তানবুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন খাশোগি। এর পরে আর দীর্ঘদিন খোঁজ মেলেনি সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ওরফে এমবিএস-এর এই সমালোচকের। পরে তদন্তে জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো একটি বিশেষ দল কনসুলেটেই খুন করেছিল তাঁকে। শ্বাসরোধ করে মেরে দেহটাকে টুকরো টুকরো করে কেটে রাসায়নিকে মিশিয়ে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। খাশোগি-হত্যার শেষ মুহূর্তের একটি অডিয়ো টেপও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে খাশোগির আর্তনাদ থেকে করাতে তাঁর দেহটা কাটার আওয়াজ, শোনা গিয়েছে সবই। কিন্তু তার পরে কী হয়েছিল, জানা যায়নি। সেই অংশটিই ধরা পড়েছে নয়া ভিডিয়োয়।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সৌদি ‘হিট টিম’-এর কিছু লোক সৌদি কনসাল-জেনারেলের বাড়ির সামনে একটি ভ্যান থেকে নামলেন। সেখান থেকে বেশ কয়েকশো মিটার দূরে সৌদি কনসুলেট। দু’হাতে দু’টো কালো ব্যাগ নিয়ে কনসাল-জেনারেলের বাড়িতে ঢুকলেন এক জন। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি, ওই ব্যাগ দু’টিতে খাশোগির দেহাবশেষ ছিল।