অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেল কচিকাঁচারা। গোটা গরমের ছুটিটাই আতঙ্কে ঘরবন্দি হয়ে কাটানোর পর আজ আবার স্কুলে ফিরল ইজরায়েলের খুদেরা।
গাজা-ইজরায়েলের ৫০ দিনের সংঘর্ষে রকেট হামলা আর বোমা-গুলির আওয়াজ ছাড়া কিছুই কানে আসেনি। সাময়িক ভাবে লড়াই শেষ হলেও নিরাপত্তার অভাব পিছু ছাড়ছিল না। ছেলেমেয়েদের বাড়ির বাইরে পা রাখতে দিতেও ভয় পাচ্ছিলেন অভিভাবকেরা। তবে আজ সরকারের মধ্যস্থতায় গাজা-ভূখণ্ড সংলগ্ন ইজরায়েলের স্কুলগুলির তালা খুলেছে। যদিও গাজার স্কুলগুলি এখনও বন্ধ। স্কুল আদৌ খুলবে কি না, প্রশ্ন রয়েছে তা নিয়েও। আর সবচেয়ে বড় আশঙ্কা, ইজরায়েলি সেনার আক্রমণে যে দেশের একটাও বাড়ি আর আস্ত নেই, সেখানে স্কুলবাড়িতেও কতটা নিরাপদ থাকবে শিশুরা। সংঘর্ষ চলাকালীনও একাধিক বার হামলা চলেছে গাজার স্কুলগুলিতে। শহরের প্রতিটি স্কুলই এখন ত্রাণশিবিরের চেহারা নিয়েছে। লক্ষাধিক ঘরছাড়াকে আশ্রয় দিতে স্কুলবাড়িতেই ত্রাণশিবির খুলেছে রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণশিবির।
ইজরায়েলে স্কুলের দরজা খুললেও সদ্য সমাপ্ত লড়াইয়ের দাগ এখনও রয়েই গিয়েছে। কোনও স্কুলের ব্ল্যাকবোর্ডে বুলেটের চিহ্ন, কোথাও আবার ক্ষেপণাস্ত্রের টুকরো ছড়িয়ে খেলার মাঠে। তবে বন্দিদশা কাটিয়ে আজ স্কুলে ফেরার আনন্দ স্পষ্ট চোখে পড়েছে পড়ুয়াদের চোখেমুখে। হাজিরার সংখ্যাও চোখে পড়ার মতো বেশি। খুদেদের উৎসাহ দিতে আজ স্কুল পরিদর্শনে যান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা সীমান্ত লাগোয়া সেডরতের একটি স্কুলে গিয়ে খুদেদের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমরা তোমাদের খেয়াল রাখছি। তোমাদের প্রত্যেকের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াও আমাদেরই কাজ।”
ওয়েস্ট ব্যাঙ্কে জমি দখল ইজরায়েলের
সংবাদ সংস্থা • জেরুজালেম
কোনও কারণ না দেখিয়েই ওয়েস্ট ব্যাঙ্কের ৪০০ হেক্টর জমি দখল করার নোটিস জারি করল ইজরায়েল প্রশাসন। এর প্রতিবাদ জানিয়ে প্যালেস্তাইন প্রশাসনের আশঙ্কা, এর অনিবার্য ফলশ্রুতি হিসেবে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে গাজা ভূখণ্ড। ইজরায়েলি সেনা সাফ জানিয়ে দিয়েছে দক্ষিণ বেথলেহেমের মধ্যবর্তী ‘ইটিজিয়ন ব্লক’-এর ওই জমি প্যালেস্তাইনের মানুষের ব্যবহারের জন্য নয়। সেখানে হোর্ডিং লাগিয়ে ইতিমধ্যেই জমির মালিকানা হস্তান্তরের কথা প্রকাশ্যে এনেছে ইজরায়েলি সেনা। যদিও প্রকাশ করা নোটিসে জমি অধিগ্রহণের কোনও কারণ দেখায়নি ইজরায়েলি সেনা। যদিও দেশের সেনা রেডিও-র তরফে জানানো হচ্ছে, জুলাই মাসের শেষে হামাসের হাতে তিন কিশোরের খুন হওয়ার ঘটনার বদলা নিতেই জমি দখলের সিদ্ধান্ত। ইজরায়েলের এই সিদ্ধান্ত ঘোষণার সমালোচনা করেছে আমেরিকা। জমি দখলের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়ে আমেরিকা জানিয়েছে, গাজা-পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সপ্তাহখানেকের মধ্যে এই জমি দখলের নোটিসে ফের শান্তি বিঘ্নিত হতে পারে দু’দেশে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy