Advertisement
E-Paper

রেললাইন এবং চালক ছাড়াই চলবে এই ট্রেন!

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অসম্ভব কাজটাই এ বার সম্ভব করে ফেলেছে চিন। বাস, ট্রাম এবং ট্রেনের মিশেলে নতুন এই যান তৈরি করা হয়েছে। ট্রেনটির নির্মাণকারী সংস্থা চিনা রেল ট্রানজিট ফার্ম সিআরআরসি একে ‘স্মার্ট বাস’ বলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৫:৫৭
রেললাইন নেই, চালকও নেই

রেললাইন নেই, চালকও নেই

ট্রেন চলছে। অথচ কোনও রেললাইন নেই! আবার কোনও চালকও নেই।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অসম্ভব কাজটাই এ বার সম্ভব করে ফেলেছে চিন। বাস, ট্রাম এবং ট্রেনের মিশেলে নতুন এই যান তৈরি করা হয়েছে। ট্রেনটির নির্মাণকারী সংস্থা চিনা রেল ট্রানজিট ফার্ম সিআরআরসি একে ‘স্মার্ট বাস’ বলছে। ট্রেনের মতো এতেও রয়েছে এতেও মডুলার সিস্টেম রয়েছে।

আরও পড়ুন- উপকূলে দিব্যি হেঁটে বেড়াচ্ছে মাছ, অবাক বিজ্ঞানীরা, দেখুন ভিডিও

এই ট্রেনের বগিগুলো পূর্ব নির্ধারিত পথে চালক ছাড়াই চলতে সক্ষম। ট্রেনে থাকছে বিশেষ এক ধরনের সেন্সর। যা চলবে ভার্চুয়াল ট্র্যাকের উপর দিয়ে। ভার্চুয়াল ট্র্যাক আসলে রাস্তার উপরে আঁকা টানা রেখা, যাতে এক ধরনের সেন্সর লাগানো থাকবে। তার উপর দিয়েই চলবে ট্রেনটি। ৩০ মিটার দীর্ঘ এই ট্রেনের এক একটি কামরায় অন্তত ৩০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। চাইলে এতে আরও বগি জুড়ে দেওয়া সম্ভব। ছুটবে ঘণ্টা প্রতি ৭০ কিলোমিটার বেগে। ট্রেনটিতে রয়েছে ইলেকট্রিক ব্যাটারি। এক বার সম্পূর্ণ চার্জ হওয়ার পর ওই ব্যাটারিতেই প্রায় ৪০ কিলোমিটার ট্রেনটি চলতে পারে। আগামী বছরের শুরুতেই এই ট্রেনটি চালু করার পরিকল্পনা রয়েছে চিনের। দুই থেকে চার কামরার এই ট্রেন কম দূরত্বের যাত্রাপথেই চলবে।

ভার্চুয়াল ট্র্যাকে চলবে ট্রেন। ছবি- ইউটিউব

‘স্মার্ট বাস’ কিংবা চালকবিহীন অটোনমাস রেল র‌্যাপিড ট্রানজিট (এআরটি) সাবওয়ে, ট্রাম সিস্টেমের থেকে অনেক বেশি সাশ্রয়ী। কেন না এর জন্য তেমন কোনও কাঠামো বাস্তবায়নের দরকার পড়ে না। চিনের রেললাইনহীন মাঝারি এবং ছোট শহরগুলোতে এ ধরনের যান যাতায়াত সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করবে। সিআরআরসি’র তরফে জানানো হয়েছে, ট্রেনের সাবওয়ে লাইন তৈরি করতে অন্তত ১০ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়ে থাকে। অথচ এআরটি বাস পরিষেবা চালু করতে খরচ হবে মাত্র ২০ লক্ষ মার্কিন ডলার।

দেখুন ভিডিও

Driverless Train Rail China চিন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy