সৌদি আরবের আবেদন শুনল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের দেশের ক্রিকেটের উন্নতির জন্য বাংলাদেশের কাছ থেকে ক্রিকেটার ও কোচ চেয়েছিল সৌদি আরবের ক্রিকেট বোর্ড। যদিও সেই আবেদন নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানিয়ে দিয়েছেন, নিজের দেশের ক্রিকেটের ক্ষতি করে কারও উপকার তিনি করতে পারবেন না।
‘ভিশন ২০৩০’ প্রকল্প নিয়েছে সৌদি আরব ক্রিকেট বোর্ড। এই প্রকল্পে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। তাদের লক্ষ্য, একটি শক্তিশালী দল তৈরি করা। বিভিন্ন দেশের কাছে ক্রিকেটার ও কোচ ধার চেয়েছে তারা। সৌদির প্রস্তাব, সেই সব ক্রিকেটারেরা তাদের হয়ে খেলবেন। তার জন্য প্রয়োজনীয় আইনি বিষয় তারাই মিটিয়ে দেবে। খেলার পরিবর্তে সেই ক্রিকেটার ও তাঁর দেশের ক্রিকেট বোর্ডকে টাকা দেওয়া হবে।
এর আগে সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকা এই পদ্ধতিতে নিজেদের দেশের ক্রিকেটের উন্নতি করেছে। সেখানে যাঁরা খেলেন, তাঁদের বেশির ভাগই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের। কিন্তু সৌদির আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:
‘ক্রিকবাজ়’-কে আমিনুল বলেন, “সৌদি আরব আমার কাছে দু’মাস আগে এই প্রস্তাব দিয়েছিল। আমি নাকচ করে দিয়েছি। ওরা পুরুষ ও মহিলা ক্রিকেটার চেয়েছিল। পরে কোচের আবেদনও করেছিল। কিন্তু আমার দেশের স্বার্থের কথা না ভেবে আমি কী ভাবে ওদের ক্রিকেটার ও কোচ দেব?”
এর আগে গল্ফ, ফরমুলা ওয়ানে বিনিয়োগ বাড়িয়েছে সৌদি আরব। ২০৩৪ ফুটবল বিশ্বকাপও সেখানে হওয়ার কথা। এ বার আইসিসি ও এশীয় ক্রিকেট কাউন্সিলের সাহায্য নিয়ে ক্রিকেটের বিস্তারের দিকেও নজর দিয়েছে তারা। কিন্তু বাংলাদেশ তাদের অনুরোধ শোনেনি। এখন দেখার, অন্য কোনও দেশের কাছে সৌদি এই একই প্রস্তাব পাঠায় কি না।