Advertisement
০৩ মে ২০২৪
China

ডেটিংয়ের জন্য ছুটি পাবেন এই সংস্থার মহিলা কর্মীরা

সম্প্রতি চিনা সংস্থা তাদের সিঙ্গল মহিলা কর্মীদের জন্য ঘোযণা করেছে এই নতুন ধরনের ছুটি।

ডেটিংয়ে যাওয়ার জন্য ছুটি সিঙ্গল মহিলা কর্মীদের। অলঙ্করণে তিয়াসা দাস।

ডেটিংয়ে যাওয়ার জন্য ছুটি সিঙ্গল মহিলা কর্মীদের। অলঙ্করণে তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:৩৭
Share: Save:

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নববর্ষ পালিত হয় চিনে। নতুন বছরকে স্বাগত জানানোর এই উত্সবকে ‘স্প্রিং ফেস্টিভ্যাল’ও বলা হয়। এই সময় কর্মীদের বিভিন্ন উপহার দেওয়ার রেওয়াজ রয়েছে সারা চিন জুড়ে। সম্প্রতি চিনা সংস্থা তাদের সিঙ্গল মহিলা কর্মীদের জন্য ঘোযণা করেছে এই নতুন ধরনের ছুটি।

সেই ঘোষণা অনুসারে, ৩০ বছরের বেশি বয়সী সিঙ্গল মহিলারা ‘ডেটিং’ -এর জন্য বিশেষ ছুটি পাবেন। হাঙঝাউয়ের সঙচেঞ্জ নামের একটি সংস্থা তাঁদের মহিলা কর্মীদের জন্য এই বিশেষ ছুটির ব্যবস্থা করেছে। স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি ছাড়াও অতিরিক্ত আট দিন ছুটি পাবেন ওই সংস্থার সিঙ্গল মহিলা কর্মীরা।

এই ছুটি স্লোগানে সংস্থা লিখেছে, ‘গো হোম অ্যান্ড ডেট’। অর্থাত্ বাড়ি গিয়ে ডেটিং করো। যদিও এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সে দেশের বিভিন্ন মহলে।

চিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ২০১৩ থেকে চিনে ক্রমশ কমছে বিয়ে করার প্রবণতা। তাই কাজের প্রবল চাপের মধ্যেও বিপরীত লিঙ্গের সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিতেই এই পরিকল্পনা নিয়েছে চিনা সংস্থাটি।

আরও পড়ুন: নিখুঁত নিশানায় মেয়েকে জুতো মেরে ইন্টারনেটে আলোচিত মেক্সিকোর মা

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE