Advertisement
১৮ মে ২০২৪

অনুরাগীর হাতেই কি খুন গায়িকা

ক্রিশ্চিয়ানা গ্রিমির মৃত্যুরহস্যের এখনও কিনারা করতে পারল না অরল্যান্ডো পুলিশ। তবে আজ আততায়ীর পরিচয় জানা গিয়েছে। সন্দেহ, ক্রিশ্চিয়ানার ভক্ত ছিলেন তিনি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৯:১২
Share: Save:

ক্রিশ্চিয়ানা গ্রিমির মৃত্যুরহস্যের এখনও কিনারা করতে পারল না অরল্যান্ডো পুলিশ। তবে আজ আততায়ীর পরিচয় জানা গিয়েছে। সন্দেহ, ক্রিশ্চিয়ানার ভক্ত ছিলেন তিনি।

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরে থাকতেন ২৬ বছরের কেভিন জেমস লোবিল। পুলিশের অনুমান, তিনিই শুক্রবার সেন্ট পিটার্সবার্গ থেকে অরল্যান্ডোতে আসেন। খুব সম্ভবত ক্রিশ্চিয়ানাকে আক্রমণ করার পর আবার নিজের শহরেই ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল কেভিনের। কিন্তু শেষমেশ ঘটনাস্থলে ক্রিশ্চিয়ানার ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি হওয়ায় সেখানেই নিজের বন্দুকের গুলিতে মারা যান কেভিন।

প্রশ্ন উঠেছিল, অনুষ্ঠানস্থলে কী ভাবে বন্দুক নিয়ে ঢুকেছিলেন আততায়ী। পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীরা সেখানে ছিলেন। কিন্তু তাঁদের কাছে অস্ত্র ছিল না। এমনকী সেখানে মেটাল ডিটেকটরও ছিল না। তাই ব্যাগের মধ্যে পুরে বন্দুক নিয়ে হলে ঢোকা সমস্যাই ছিল না।

পুলিশের অনুমান, ক্রিশ্চিয়ানার এক অন্ধ ছিলেন কেভিন। ঠিক যেমন জন লেননকে হত্যা করেছিলেন তাঁর এক ভক্ত মার্ক ডেভিড চাপম্যান, হয়তো এ ক্ষেত্রেও কেভিনের খেপামি এমন পর্যায় পৌঁছে গিয়েছিল যে তিনি ক্রিশ্চিয়ানাকে হত্যার ছক কষেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Christina Grimmie killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE