Advertisement
২৮ নভেম্বর ২০২৩
দায় নিতে নারাজ ট্রাম্প
Coronavirus

আমেরিকায় মৃত্যু ছাড়াল ৫৩ হাজার 

এ দিকে, করোনা-ত্রাসের আবহে ট্রাম্পের সুরেই চিনকে বিঁধে চলেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো।

ছবি- এএফপি।

ছবি- এএফপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০৩:৪৩
Share: Save:

করোনায় মৃত্যুমিছিল চলছেই। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা আজই দু’লক্ষ ছাড়িয়েছে। যার এক-চতুর্থাংশ শুধু আমেরিকাতেই। সংখ্যাটা ইতিমধ্যেই ৫৩ হাজার পেরিয়ে গিয়েছে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার। এরই মধ্যে তবু তিনটি প্রদেশে আজ থেকেই খুলে গেল বিউটি পার্লার, স্পা, এমনকি ট্যাটু পার্লারও। সোমবার থেকে থিয়েটার-রেস্তরাঁ খুলছে আলাস্কায়। এতে আর্থিক অচলাবস্থার হয়তো কিছুটা সুরাহা হবে, কিন্তু পারস্পরিক দূরত্ববিধির কী হবে— সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবু যেন নির্বিকারই। শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং করলেন ২০ মিনিটেরও কম সময়ে। সাংবাদিকদের কোনও প্রশ্নই নিলেন না। শুধু এক ফাঁকে জানিয়ে দিলেন— আমেরিকায় এই মৃত্যুমিছিলের দায় তিনি নেবেন না। কারণ, করোনা মোকাবিলায় তাঁর প্রশাসন ‘অসাধ্যসাধন’ করেছে।

এ দিকে, করোনা-ত্রাসের আবহে ট্রাম্পের সুরেই চিনকে বিঁধে চলেছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। কাল এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এই মারণ ভাইরাস যে চিনের উহান থেকেই ছড়িয়েছে, সেটা যাতে সব দেশ জানতে পারে, আমরা তা নিশ্চিত করবই।’’ পম্পেয়োর দাবি, ডিসেম্বরে এই ভাইরাসের কথা জেনেও বাকিদের সতর্ক করেনি চিন। করোনা-মোকাবিলায় ‘ব্যর্থ’ তকমা দিয়ে এ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও একহাত নেন তিনি। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনও এ দিন ইঙ্গিতে আঙুল তোলেন উহান ল্যাবের দিকেই। চিনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ‘স্টপ কমিউনিস্ট চায়না’ নামে অনলাইন পিটিশনে কংগ্রেসকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি। চিনের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণও চেয়েছে মিসৌরি, মিসিসিপি, ফ্লরিডার মতো বেশ করেকটি প্রদেশের সরকার। যদিও সে সব ধোপে টিকবে কি না, সন্দিহান বিশেষজ্ঞরা।

চিনও এ সবের পাল্টা নতুন করে কিছু বলেনি। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামালানোর পাশাপাশি সে দেশে এখন প্রতিষেধক তৈরির কাজ চলছে জোরকদমে। উহানের সেই বিতর্কিত ইনস্টিটিউট অব ভাইরোলজির তৈরি সম্ভাব্য প্রতিষেধকটিকেও মানুষের উপর পরীক্ষার অনুমতি দিয়েছে বেজিং।

করোনায় কাঁপছে ইউরোপও। এই মহাদেশে মৃতের সংখ্যা আজ ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে গেল। এর মধ্যে ইটালিতে মারা গিয়েছেন প্রায় ২৬ হাজার, ফ্রান্সে প্রায় ২২ হাজার এবং ব্রিটেনেও ২০ হাজার পার।

আরও পড়ুন: কিমকে দেখতে দল চিনের

আরও পড়ুন: আশ্চর্য কায়দায় বোমার মতো তরমুজ ফাটল, কামাল করলেন ‘রাবার ব্যান্ড ম্যান’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE