Advertisement
১৭ মে ২০২৪
Coronavirus

করোনার বিরুদ্ধে তাঁদের প্রতিষেধক কাজ করবে, আশাবাদী সারা গিলবার্ট

প্রস্তুতকারী অংশীদার হিসেবে রয়েছে ব্রিটেনের তিনটি সংস্থা, ইউরোপের ২টো, চিনের একটা এবং ভারতের একটা সংস্থা।

ইবোলার প্রতিষেধক তৈরিতে দিশা দেখিয়েছিলেন সারা গিলবার্ট।—ছবি সংগৃহীত।

ইবোলার প্রতিষেধক তৈরিতে দিশা দেখিয়েছিলেন সারা গিলবার্ট।—ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ২৩:৪১
Share: Save:

আগামী সেপ্টেম্বর থেকে মিলবে করোনাভাইরাসের প্রতিষেধক। এমনটাই দাবি করলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সেপ্টেম্বরের মধ্যেই ১০ লক্ষ প্রতিষেধক তৈরির প্রস্তুতি নিয়ে ফেলেছেন তাঁরা।

কোভিড-১৯ এর মোকাবিলার জন্য তৈরি হচ্ছে ‘চ্যাডক্স ১’ ভ্যাকসিন। অক্সফোর্ডের বিজ্ঞানীরা এই প্রতিষেষকটি নিয়ে খুব আত্মবিশ্বাসী। বিজ্ঞানী দলের এক সদস্য অধ্যাপক অ্যাড্রিয়ান হিল জানিয়েছেন, বিশ্বের সাতটি জায়গায় এই প্রতিষেধক তৈরির কাজ চলছে। প্রস্তুতকারী অংশীদার হিসেবে রয়েছে ব্রিটেনের তিনটি সংস্থা, ইউরোপের ২টো, চিনের একটা এবং ভারতের একটা সংস্থা।

ব্রিটেনে পরীক্ষা হবে ৫০০ জনের উপর। এই প্রতিষেধকের সাফল্য নিয়ে ৮০ ভাগ নিশ্চিত বিজ্ঞানীরা। ব্রিটেন ছাড়াও আমেরিকা এবং চিনের দুটি সংস্থাও এই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে।

আরও পড়ুন: মুদিখানায় ৭ হাজার টাকার জিনিসে দিতে হল ৯ লাখ, তাও লাভ হল ক্রেতারই

অক্সফোর্ড বিজ্ঞানীদের মধ্যে গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক সারা গিলবার্ট জানান, তিনি নিশ্চিত করোনাভাইরাসের বিরুদ্ধে এই প্রতিষেধক কাজ করবে। ইবোলার প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো গিলবার্ট বলেন, “আমি এ ধরনের প্রতিষেধক নিয়ে কাজ করেছি। মার্স-এর প্রতিষেধক নিয়ে কাজ করেছি। এর কী ক্ষমতা তা জানি। আমার বিশ্বাস, এই প্রতিষেধকের কাজ করবে।”

স্কুলজীবন থেকেই মেডিসিন নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ছিল অধ্যাপক গিলবার্টের। ১৯৯৪-এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসেন। ২০০৪-এ ভ্যাক্সিনোলজির রিডার হিসেবে নিয়োগ করা হয়ে তাঁকে। অক্সফোর্ডে হিউম্যান জেনেটিক্স প্রজেক্টের জন্য এসেছিলেন তিনি। এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সারা।

আরও পড়ুন: লকডাউনে মনমরা বসে আছে বিগ পোপ্পা, কেন জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Oxford
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE