Advertisement
২০ মে ২০২৪
Coronavirus

এইচসিকিউ পরীক্ষা শুরু আমেরিকায়

হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশোরও বেশি রোগীর উপরে এটি পরীক্ষা করবে তারা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০২:০১
Share: Save:

ভারতের কাছ থেকে ওষুধটি পাওয়ার জন্য প্রথমে অনুরোধ, না-পেলে প্রত্যাঘাতের হুমকি, পরে পাওয়ার আশ্বাস পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোভিড-১৯-এর চিকিৎসায় ম্যালেরিয়ার সেই ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) আদৌ কতটা কার্যকর, সেই পরিসংখ্যানই নেই আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের কাছে।

এ জন্য হাসপাতালে চিকিৎসাধীন পাঁচশোরও বেশি রোগীর উপরে এটি পরীক্ষা করবে তারা। বৃহস্পতিবার প্রথম দফায় টেনেসির ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের রোগীদের উপরে এর প্রয়োগ করা হয়েছে। খবরটি জানিয়েছে অবশ্য চিনের সরকারি সংবাদমাধ্যম জিন হুয়া। ম্যালেরিয়া ও কিছু বাতের ক্ষেত্রে এইচসিকিউ কার্যকর হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, ক্ষেত্রবিশেষে যা গুরুতর সমস্যা তৈরি করতে পারে। তবে আমেরিকার অনেক হাসপাতাল ইতিমধ্যেই কোভিড-১৯-এর প্রাথমিক পর্যায়ে এটি প্রয়োগ করছে। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বার নিশ্চিত হতে চান পরীক্ষা ও পরিসংখ্যানের ভিত্তিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Hydroxychloroquin USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE