Advertisement
০৪ মে ২০২৪

মধ্য ব্যাঙ্ককে বিস্ফোরণে হত কমপক্ষে ২৭, আহত ২০

মধ্য ব্যাঙ্ককের বাণিজ্যিক এলাকায় ইরাওয়ান মন্দিরের সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ২৭। আহত অন্তত ২০। বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নিহতদের মধ্যে অধিকাংশই চিন ও তাইওয়ানের পর্যটক ছিলেন বলে সূত্রের খবর। তবে হতাহতের মধ্যে কোনও ভারতীয় নেই বলে জানা গিয়েছে।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ১৮:৫৬
Share: Save:

মধ্য ব্যাঙ্ককের বাণিজ্যিক এলাকায় ইরাওয়ান মন্দিরের সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত হলেন কমপক্ষে ২৭। আহত অন্তত ২০। বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নিহতদের মধ্যে অধিকাংশই চিন ও তাইওয়ানের পর্যটক ছিলেন বলে সূত্রের খবর। তবে হতাহতের মধ্যে কোনও ভারতীয় নেই বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বহু দূর পর্যন্ত। সরকারি সূত্রের খবর, ব্যাঙ্ককের রাজপ্রাসং এলাকায় বিস্ফোরণ ঘটে সন্ধ্যা ৭টা নাগাদ। এলাকাটি জনপ্রিয় পর্যটনস্থল বলে পরিচিত। ইরাওয়ান মন্দিরের পাশেই রয়েছে একটি পাঁচ তারা হোটেল। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি শপিং মল। বিস্ফোরণে সময় শহরের ব্যস্ততম ওই এলাকায় যথেষ্ট ভিড় ছিল।

পুলিশ সূত্রে খবর, শহরের প্রাণকেন্দ্রে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি মোটরসাইকেলের পিছনে বোমাটি রাখা ছিল। এই ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও প্রশাসন। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।

গত কয়েক বছরে এখানে বহু রাজনৈতিক মিছিল হয়েছে। মূলত পর্যটন-নির্ভর তাইল্যান্ডে জঙ্গি হানার ঘটনা বিরল।

এ দিন বিস্ফোরণস্থল থেকে কিছুটা দূরেই একটি শপিং মলে ছিলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ ডি’সুজা। টুইটে জেনেলিয়ার প্রতিক্রিয়া, “আমরা যে শপিং মলে আছি তার বিপরীতেই বোমা ফাটলো… সর্বত্র সাইরেনের শব্দ শুনতে পাচ্ছি… আমরা নিরাপদেই আছি তবে এত মানুষের জীবন হারিয়েছে জেনে খারাপ লাগছে।”

ব্যাঙ্ককে ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর: ৬৬৬১৮৮১৯২১৮, ৬৬২২৫৮০৩০০-৫

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangkok bomb blast Thailand police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE