হজে পদপিষ্ট হয়ে মৃত ভারতীয়দের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হয়েছে বলে সোমবার ঘোষণা করল সৌদি সরকার। এখনও পর্যন্ত মৃত ভারতীয়ের সংখ্যা ছিল ৩৫। এ দিন আরও ১০টি ভারতীয়ের মৃতদেহ শনাক্ত করা হয়।
জেড্ডায় হজ দূতাবাস জানিয়েছে, এ দিন ভারতীয় বলে শনাক্ত করা ১০টি মৃতদেহের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন তিন জন। ঝাড়খণ্ড ও কেরল থেকে রয়েছেন দু’জন করে। বাকি দু’জন তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের বাসিন্দা। তবে দশম জনকে ভারতীয় বলে শনাক্ত করা হলেও তিনি কোন রাজ্যের বাসিন্দা, তা নিয়ে সরকারি বিবৃতিতে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গত কালই টুইট করে দাবি করেছিলেন, হজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০৯০ জনের। যা সৌদির সরকারি বিবৃতিতে দেওয়া সংখ্যার তুলনায় অনেকটাই বেশি। এ দিন তিনি বলেন, ‘‘মৃত ভারতীয়ের সংখ্যা বেড়ে এখন ৪৫। এ ছাড়াও সৌদির বিভিন্ন হাসপাতালে ভর্তি পঞ্চাশেরও বেশি ভারতীয়।’’