গত বুধবার হোয়াইট হাউস চত্বরে গুলি চলার পরেই তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে আমেরিকায় অভিবাসী হিসেবে আসার রাস্তা পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা করেছিলেন, তৃতীয় বিশ্বের সব ক’টি দেশ থেকে অভিবাসন চিরকালের জন্য তিনি বন্ধ করে দিতে চান। এ বার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন। গত কাল আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসন সংক্রান্ত দফতরকে (ইউএস সিটিজ়েনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা সংক্ষেপে ইউএসসিআইএস) শরণার্থী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আর বিশ্বের সব দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য বলেও জানানো হয়েছে।
নতুন নির্দেশে অভিবাসন দফতরের কর্মীদের বলা হয়েছে, আপাতত শরণার্থীদের ইন্টারভিউ নেওয়া বা কেস রিভিউয়ের বিষয়গুলি তাঁরা চালিয়ে যেতে পারেন। কিন্তু এ নিয়ে কোনও সিদ্ধান্তে তাঁরা যেন না পৌঁছন। অর্থাৎ যে বা যাঁরা শরণার্থী হিসেবে আমেরিকায় আসার আবেদন জানাচ্ছেন, তাঁদের সম্পর্কে সব দিক খতিয়ে দেখে এবং সুরক্ষা বা নিরাপত্তার বিষয়গুলি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন তাঁদের আবেদন মঞ্জুর না করা হয়। আগামী সোমবার থেকে যে সব আবেদনকারীর ব্যক্তিগত হাজিরার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, সে সবও বাতিল করা হয়েছে। ইউএসসিআইএসের প্রধান জো এডলো এ প্রসঙ্গে বলেছেন, ‘‘আমেরিকার মানুষের নিরাপত্তা সবার আগে।’’
গত বুধবার হোয়াইট হাউসের কাছে আফগানিস্তানের নাগরিক রহমানুল্লা লাকানওয়ালের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন আমেরিকান ন্যাশনাল গার্ডের দুই তরুণ সদস্য। তাঁদের মধ্যে এক জন তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই প্রথমে আফগানিস্তান এবং তার পরে তৃতীয় বিশ্বের সব ক’টি দেশের জন্য অভিবাসনের দরজা বন্ধ করার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)